চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে অগ্নিদগ্ধ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে এসেছেন তিন শতাধিকের বেশি মানুষ। তাদের চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। এমন অবস্থায় মেডিকেলে পর্যাপ্ত চিকিৎসক ও রক্তের সংকট দেখা দিয়েছে।
এই পরিস্থিতিতে নগরীর সকল প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসকদের চমেক হাসপাতালে আসার অনুরোধ করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. ইলিয়াছ চৌধুরী। একই সাথে তিনি রক্তদাতাদের এগিয়ে আসার অনুরোধও জানান।
এদিকে, অগ্নিদগ্ধদের চিকিৎসা এবং সেবা দিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সকল চিকিৎসক এবং স্বেচ্ছাসেবকদের হাসপাতালে আসার নির্দেশ দিয়েছেন মেয়র রেজাউল করিম চৌধুরী। রাত ২টায় অগ্নিদগ্ধদের দেখতে এসে এ কথা জানান তিনি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজে রাখা হয়েছে। শনিবার রাত ১১টার দিকে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী এলাকার বিএম কন্টেইনার ডিপোতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সর্বশেষ পাওয়া তথ্য মতে, অগ্নিদগ্ধ হয়েছেন কমপক্ষে সাড়ে তিনশ জন।
বিজ্ঞাপন