শুধু লাশের পর লাশ গুনে চলেছি আমি। WB – World Barta
বৃহস্পতিবার, আগস্ট ১৮, ২০২২
পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
World Barta
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • ক্যাম্পাস
  • চাকুরী বার্তা
  • অন্যান্য খবর
    • স্বাস্থ্য বার্তা
    • ধর্ম বার্তা
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • কলাম
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • ক্যাম্পাস
  • চাকুরী বার্তা
  • অন্যান্য খবর
    • স্বাস্থ্য বার্তা
    • ধর্ম বার্তা
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • কলাম
পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
World Barta
  • বিশ্ববার্তা টিভি
  • মোবাইল অ্যাপ
  • যোগাযোগ

শুধু লাশের পর লাশ গুনে চলেছি আমি। WB

বিশ্ববার্তা ডেস্ক
০৫/০৬/২০২২
ক্যাটাগরি চট্টগ্রাম, বাংলাদেশ
breaking-news

ফলো করুন :   World Barta Google News World Barta Facebook World Barta Youtube World Barta Instagram World Barta Twitter World Barta App

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন বলেন, ‘আমি শুধু লাশের পর লাশ গুনে চলেছি। এখন পর্যন্ত ৪৩ জনের লাশ পেয়েছি আমরা। বেশিরভাগই পরিচয় মেলেনি। আরো অসংখ্য লাশ পাওয়া যাবে বলে আমরা আশঙ্কা করছি।

এর আগে গতকাল শনিবার রাতে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনা ঘটে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসংলগ্ন সীতাকুণ্ডের শীতলপুর এলাকায় ৭০ কানি জায়গার ওপর কনটেইনার ডিপোটি অবস্থিত। পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, সোনাইছড়ির কদমরসুল এলাকায় অবস্থিত ওই কনটেইনার ডিপোতে রাত আনুমানিক ৯টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

অল্পক্ষণের মধ্যেই তা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কুমিরা ও সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। রাত ১১টার দিকে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। তখন হঠাৎ করে একটি কেমিক্যালবোঝাই কনটেইনারে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।

কেমিক্যালবোঝাই কনটেইনারের ভয়াবহ বিস্ফোরণে আশপাশে তিন কিলোমিটার দূরের এলাকাতেও ক্ষত তৈরি হয়েছে। এসব এলাকার বসতঘর, মসজিদসহ অন্যান্য প্রতিষ্ঠানের দেয়ালে, জানালায় ক্ষতের চিহ্ন রয়েছে। এতে বিভিন্ন স্থানে অর্ধশতাধিক এলাকাবাসী আহত হয়েছেন বলে স্থানীয়রা জানান।


 ৭ ফায়ার কর্মীসহ নিহত ৩৯, হেলিকপ্টারে ঢাকায় আনা হচ্ছে আহতদের । WB

চট্টগ্রামের সীতাকুণ্ডে বি এম ডিপোতে বিস্ফোরণের ঘটনায় ফায়ার সার্ভিসের ৭ জনসহ মোট ৩৯ জন নিহত হয়েছেন। ওই দুর্ঘটনায় গুরুতর আহতদের হেলিকপ্টারে ঢাকায় আনা হচ্ছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে এ তথ্য জানানো হয়েছে।

রোববার (৫ জুন) দুপুরে আইএসপিআর এর সহকারী পরিচালক রাশেদুল আলম খান এ তথ্য জানান।

আইএসপিআর জানায়, কনটেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় যারা গুরুতর হতাহত, তাদের সেনাবাহিনীর হেলিকপ্টারে করে ঢাকায় আনা হচ্ছে। বাকিদের চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি বলেন, ‘বিএম কন্টেইনার ডিপোতে বিস্ফোরণে উদ্ধার অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীর ২৫০ জন সদস্য কাজ করছে। উদ্ধার অভিযান ও আগুন নিয়ন্ত্রণ কার্যক্রমে সহায়তার জন্য সেনাবাহিনীর একটি বিশেষজ্ঞ দল কাজ করছে।’

এ ছাড়া সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার এবং নিরাপত্তা দলও নিয়োজিত রয়েছে। রাসায়নিক দ্রব্যাদির বিস্ফোরণের কারণে আগুনে ক্ষতিগ্রস্ত রাসায়নিক সামগ্রী সমুদ্রে ছড়িয়ে পড়া রোধে এ দলটি কাজ করছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর মিলিটারি পুলিশও সহায়তা করছে। তাছাড়া বিস্ফোরণে আহতদের সেনাবাহিনীর মেডিকেল টিম গতকাল রাত থেকে কাজ করছে।

আহতদের চট্টগ্রাম মেডিক্যাল ও সিএমএইচ-এ স্থানাস্তরে সেনাবাহিনী অ্যাম্বুলেন্স সহায়তা করছে। এ পর্যন্ত ফায়ার সার্ভিসের ১৪ জন সদস্যসহ চট্টগ্রাম সিএমএইচে ১৫ জন চিকিৎসাধীন রয়েছে।

শনিবার (৪ জুন) রাতে সীতাকুণ্ডের বিএম ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। ওই ডিপোর মালিক দৈনিক পূর্বদেশ পত্রিকার সম্পাদক মুজিবুর রহমান। তিনি স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। এ ছাড়া তিনি চট্টগ্রাম দক্ষিণ আওয়ামী লীগের কোষাধ্যক্ষ।

শনিবার রাত ১০টার দিকে সীতাকুণ্ডের সোনাইছড়িতে কাশেম জুটমিল সংলগ্ন বি এম কন্টেইনার ডিপোতে আগুন লাগে।

সেই আগুনে কেমিক্যাল কনটেইনারে বিকট বিস্ফোরণে কেঁপে উঠে প্রায় পাঁচ কিলোমিটার এলাকা। ভেঙ্গে পড়ে আশপাশের ঘরবাড়ির দেয়াল এবং জানালা।

বিএম কনটেইনার ডিপোতে লাগা আগুন ১৪ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের ২৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। শনিবার রাত থেকে জ্বলতে থাকা আগুন ও বিস্ফোরণে ফায়ার সার্ভিসের ৭ কর্মীসহ মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৯ জন। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীসহ ৪শ’র বেশি দগ্ধ ও আহত হয়েছেন।

আহত ব্যক্তিদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ, সিএমএইচসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিভিন্ন হাসপাতাল সূত্রে এ তথ্য জানানো হয়েছে।

পরিস্থিতি সামাল দিতে চট্টগ্রামের সর্বস্তরের চিকিৎসক ও নার্সদের ছুটি বাতিল করে কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।


সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে আগুন, তীব্র পানি সংকট । WB

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোর আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। অগ্নিকাণ্ডের সূত্রপাত হওয়ার কয়েক ঘণ্টা অতিবাহিত হওয়ার পরও আগুন আরও ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। এরই মধ্যে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। ফলে আগুন নিয়ন্ত্রণ আনতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার বলেন, এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৬ ইউনিট। জেলার ফায়ার সার্ভিসের বিভিন্ন ইউনিটের পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফেনী ও কুমিল্লা থেকে আসা ফায়ার সার্ভিসের বিভিন্ন ইউনিট।

এদিকে, আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে আহত হয়েছেন ফায়ার সার্ভিসের অসংখ্য কর্মীও। সর্বশেষ পাওয়া তথ্য মতে, অগ্নিদগ্ধ হয়েছেন কমপক্ষে সাড়ে তিনশ জন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজে রাখা হয়েছে। শনিবার রাত ১১টার দিকে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী এলাকার বিএম কন্টেইনার ডিপোতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

শেয়ার করুন24শেয়ার করুনসেন্ড

ফলো করুন :   World Barta Google News World Barta Facebook World Barta Youtube World Barta Instagram World Barta Twitter World Barta App

World Barta

Sponsor by AmraSobai

এডিটর ইন চিফ : মোঃ আজিজুল হক শাওন

  • পরিচিতি
  • বিজ্ঞাপন
  • শর্তাবলী ও নীতি
  • যোগাযোগ

অনুসরন করুন

পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • ক্যাম্পাস
  • বিনোদন
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • চাকুরী বার্তা
  • ধর্ম বার্তা
  • অন্যান্য খবর

Sponsor by AmraSobai