হঠাৎ করে বিশ্বজুড়ে মেটার আওতাধীন ফেসবুকের সার্ভার ডাউন হয়ে যায়। একই সঙ্গে ফেসবুক মেসেঞ্জার এবং ইনস্টাগ্রামেও সমস্যা দেখা দিয়েছে। এই ঘটনার পর রসিকতা করে নিজের সামাজিক মাধ্যম এক্সে পোস্ট দেন ইলন মাস্ক।
মঙ্গলবার (০৫ মার্চ) বাংলাদেশ সময় রাত ৯টার পর থেকে এ সমস্যার কথা জানাতে থাকেন ব্যবহারকারীরা। এর কিছুক্ষণ পর মেটার মুখপাত্র অ্যান্ডি স্টোন সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে বলেন, মানুষ আমাদের পরিষেবাগুলো ব্যবহারে সমস্যায় পড়ছেন- এ বিষয়ে আমরা অবগত। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি।
অ্যান্ডি স্টোনের পোস্টের স্ক্রিনশটসহ একটি ছবি ইলন মাস্ক শেয়ার করেন। তাতে দেখা যায়- একটি পেঙ্গুইনকে স্যালুট করছে তিনটি পেঙ্গুইন। ছবিটিতে খেয়াল করলেই বুঝতে বাকি থাকে না, ইলন মাস্ক এটি দ্বারা কী বুঝাতে চেয়েছেন। ছবিতে দেখা যায়- মেটার তিনটি প্রতিষ্ঠান ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ম্যাসেঞ্জার এক্সকে স্যালুট করছে। মাস্কের পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
তবে কী কারণে এই ধরনের সমস্যা তৈরি হয় তা জানা যায়নি। ফেসবুকের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ব্যবহারকারীরা জানান, বাংলাদেশ সময় রাত ৯টার পর ফেসবুক অ্যাকাউন্ট হঠাৎ করেই লগ আউট হয়ে যায়। যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের ব্যবহারকারীরা এ সমস্যায় পড়েন।
রাত সাড়ে ১০টার আগেই লগইন সমস্যার সমাধান হয়। এরপর মেসেঞ্জার ও ইনস্টাগ্রামও সচল হয়।
ওয়েবসাইটের কার্যক্রম পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টর জানায়, কয়েক লাখ মানুষ ফেসবুক ব্যবহারে সমস্যার কথা জানিয়েছেন। ফেসবুক ডাউনের সুযোগ নিয়ে এক্সের (আগের নাম টুইটার) মালিক ইলন মাস্ক কিছুটা বিদ্রুপই করলেন।
এক্সে এক পোস্টে তিনি লেখেন, আপনি যদি এই পোস্ট পড়তে পারেন, তবে এর মানে হলো আমাদের সার্ভার সচল রয়েছে।
ইলন মাস্কের বাবার সৎমেয়ের সঙ্গে সম্পর্ক, দুই সন্তানের জন্ম; স্বীকারোক্তিতে হইচই!
ইলন মাস্ক, মার্কিন ধনকুবের। প্রায়ই বিভিন্ন কারণে সংবাদের শিরোনামে থাকেন তিনি। আবারও খবরের শিরোনাম হলেন টেসলার মালিক।
তবে এবার সৌজন্যে তার বাবার স্বীকারোক্তি। ইলনের বাবা স্বীকার করেছেন, তার এক কন্যাসন্তান রয়েছে, যার কথা এতদিন গোপন করেছিলেন তিনি। তার বয়স তিন বছর!
সম্প্রতি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে নিজের জীবন নিয়ে খোলাখুলি কিছু কথাবার্তা বলেন তিনি। সেখানেই তার স্বীকারোক্তি, “আমার তিন বছরের কন্যার মা আমারই সৎকন্যা।”
ইলন মাস্কের বাবার কথায়, “এই পৃথিবীতে আমাদের আসার একমাত্র কারণ, প্রজনন করা।”
এরপরই তিনি জানান, তার ৩৫ বছরের সৎকন্যা জানা বেজুইডেনহাউট তার মেয়ের মা!
এরোলের স্বীকারোক্তি, এই সন্তানের ব্যাপারে তাদের পরিকল্পনা ছিল না। ২০১৯ সালে তার জন্ম হয়। জন্মের পর মায়ের কাছেই থাকে সে। তবে সেটা এতদিন গোপন করেছেন তারা।
৭৬ বছরের এরোল মাস্ক জানান, এর আগেও তার ও সৎমেয়ের একটি পুত্রসন্তান রয়েছে। সেই শিশুর জন্ম ২০১৭ সালে। তারা সেই শিশুর নাম রেখেছেন এরোল ইলিয়ট মাস্ক।
সব মিলিয়ে ৭৬ বছর বয়সী এরোলের সাত সন্তান রয়েছে।
ইলন মাস্কের সৎমায়ের নাম হেইড বেজুইডেনহাউট। ইলনের মা মে হল্ডেমান মাস্কের সঙ্গে এরোলের বিচ্ছেদ হয় ১৯৭৯ সালে। তারপর হেইডকে বিয়ে করেন ইলন মাস্কের বাবা।
এরোল মাস্ক ও তার প্রথম পক্ষের স্ত্রীর মোট তিন সন্তান। তাদের নাম— ইলন, কিম্বল এবং টসকা।
অন্যদিকে, এরোলের দ্বিতীয় স্ত্রী হেইডের দুই সন্তান। তবে বিয়ের আগে এক কন্যা ছিল হেইডের। তারই নাম জানা।
এরোল জানিয়েছেন, সেই সৎকন্যাই তার আরও দুই সন্তানের মা।
এরোল এ-ও জানান, তার পরিবার যখন জানার ব্যাপারে জানতে পারেন, সবাই মানসিক ধাক্কা পান। তার দাবি, সেটা হয়তো স্বাভাবিকও।
এরোলের কথায়, “পরিবারের লোকজন বিষয়টি একেবারেই পছন্দ করেনি। এখনও এ নিয়ে তাদের অনেক প্রশ্ন রয়েছে।”
সৎমেয়ের সঙ্গে সম্পর্ক নিয়ে এরোল বলেন, “ছেলেমেয়েরা ব্যাপারটা একেবারেই মেনে নেয়নি। যতই হোক, তাদের এক বোনের সঙ্গে সম্পর্ক আমার। সৎবোন।”
কিছু দিন আগে ইলন মাস্কের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল। তখন ছেলের বিয়ে এবং সন্তান নিয়ে টিপ্পনি করতে শোনা গিয়েছিল এরোলকে।
ইলনের সঙ্গী শিভন জিলিস নভেম্বরে যমজ সন্তানের জন্ম দিয়েছেন। এর ফলে এখন পর্যন্ত ইলনের নয় সন্তানের বিষয় জানা গেছে। এ বিষয়টি নিয়েই এরোল বলেছিলেন, “নাতি-নাতনিদের হিসাব রাখা ভীষণ সমস্যার হয়ে উঠেছে।”
আপনার মন্তব্য লিখুন