মালয়েশিয়ার অভিবাসন বিভাগের হাতে আটক সাবেক হাইকমিশনার অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ খায়রুজ্জামান মুক্তি পেয়েছেন।
বুধবার মালয়েশিয়ার একটি আদালত তাকে মুক্তির নির্দেশ দেন।
খায়রুজ্জামানের স্ত্রী রিটা রহমানের বরাতে ‘ফ্রি মালয়েশিয়া টুডে’ অনলাইন জানিয়েছে, মুক্তি পাওয়ার পর স্ত্রীকে ফোন করে তার মুক্তির খবর জানান খায়রুজ্জামান।
মোহাম্মদ খায়রুজ্জামান ১৯৭৫ সালের জেল হত্যা মামলায় অভিযুক্ত ছিলেন। ২০০৭ সালে খালাস পেয়ে মালয়েশিয়ায় রাষ্ট্রদূত নিযুক্ত হন তিনি।
২০০৯ সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর খায়রুজ্জামানকে ঢাকায় ফিরে আসার নির্দেশ দেওয়া হলে তিনি দেশে ফিরতে অস্বীকার করেন। এরপর তার বাংলাদেশি পাসপোর্ট বাতিল করে সরকার।
‘জীবনের ঝুঁকি’ আছে এমন দাবি করে কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) কাছে আবেদন করেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে খায়রুজ্জামান মালয়েশিয়ায় আশ্রয় পান।
সৌজন্যে : আমরা সবাই (সমাজ ও মানব উন্নয়ন মূলক সংগঠন)