চলতি বছরের ৪ জানুয়ারি বিয়ে করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম। পাত্রের নাম সনি পোদ্দার।
বিয়ের পর তার স্বামী সনি পোদ্দার করোনায় আক্রান্ত হন। ফলে বাতিল হয়ে যায় তাদের মধুচন্দ্রিমা। করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় মধুচন্দ্রিমায় দ্বীপরাষ্ট্র মালদ্বীপে গেছেন এই অভিনেত্রী।
সৌজন্যে : আমরা সবাই (সমাজ ও মানব উন্নয়ন মূলক সংগঠন)
View this post on Instagram
মধুচন্দ্রিমার উদ্দেশে ঢাকা ছাড়বেন মিম ও তার স্বামী সনি পোদ্দার।
হানিমুন প্রসঙ্গে মিম গণমাধ্যমকে বলেন, ‘বিয়ের পর আমাদের দুজনের প্রথম ভালোবাসা দিবস ছিল গতকাল। আগেই পরিকল্পনা করে রেখেছিলাম, ভালোবাসা দিবসে পরিবারের সবাইকে নিয়ে আমরা সেলিব্রেট করবো। পরদিন হানিমুনে যাব, সেভাবেই করছি।’
View this post on Instagram
কেন মালদ্বীপকে বেছে নিলেন- এমন প্রশ্নে মিম বলেন, ‘পৃথিবীর অনেক দেশ ঘুরেছি, কিন্তু মালদ্বীপে কখনও যাওয়া হয়নি। ছবিতে দেখেছি, বইয়ে পড়েছি দেশটি অনেক সুন্দর। সে কারণেই আমার একটা আগ্রহ আছে।’