সৌদি আরবে অনুষ্ঠিত হিফজুল কোরআন প্রতিযোগিতায় এ খুদে হাফেজ ১১১টি দেশের প্রতিযোগীর মধ্যে তৃতীয় স্থান অর্জন করে। মাত্র ১৩ বছর বয়সে সে বাংলাদেশের জন্য যে সম্মান বয়ে এনেছে তা দেশের শিশু-কিশোরদের দারুণভাবে অনুপ্রাণিত করবে।
গতকাল বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ও ইসলামিক ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় তাকরীমের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, হাফেজ সালেহ আহমদ তাকরীম বাংলাদেশের জন্য সুনাম বয়ে এনেছে।
অনুষ্ঠানে ধর্ম প্রতিমন্ত্রী মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাকরীমের হাতে ২ লাখ টাকার চেক, ক্রেস্ট ও বই তুলে দেন। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত সচিব মু. আবদুল আউয়াল হাওলাদার।
আরো উপস্থিত ছিলেন তাকরীমের বাবা হাফেজ আবদুর রহমান ও শিক্ষক মুফতি মুরতাজা হাসান ফয়েজী।
আপনার মন্তব্য লিখুন