রাশিয়ার উপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞাগুলো মার্কিন ডলারের আধিপত্যকে ধীরে ধীরে হ্রাস করার হুমকি হিসেবে দেখা দেবে।
এর ফলে আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থা আরও খণ্ডিত হতে পারে বলে অভিমত দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) একজন শীর্ষ কর্মকর্তা।
সৌজন্যে : আমরা সবাই (সমাজ ও মানব উন্নয়ন মূলক সংগঠন)
আইএমএফের প্রথম ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর গীতা গোপীনাথ ফিনান্সিয়াল টাইমসকে এ কথা বলেন। খবর বিবিসির।
তিনি আরও বলেন, “যদিও সেই পরিস্থিতিতেও প্রধান বৈশ্বিক মুদ্রা ডলারই থাকবে। তবে ছোট স্তরে বিভক্ত হওয়া অবশ্যই সম্ভব। কেননা, কিছু দেশ বাণিজ্যের ক্ষেত্রে মুদ্রার সেই বিষয়টি নিয়ে ইতোমধ্যেই আলোচনা করছে।”
তিনি বলে, “এই যুদ্ধ ক্রিপ্টোকারেন্সি থেকে স্টেবলকয়েন এবং কেন্দ্রীয় ব্যাংকের ডিজিটাল মুদ্রার প্রতি আগ্রহ বাড়িয়ে দেবে।”