ইউক্রেন-রাশিয়া সংকট নিরসনে শান্তি আলোচনার জন্য ইসরায়েলের জেরুজালেমকে সঠিক জায়গা হিসেবে উল্লেখ করলেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
তিনি বলেন, “ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শীর্ষ পর্যায়ের আলোচনার জন্য ইসরায়েল অনেক প্রচেষ্টা চালাচ্ছে এবং তারা পরামর্শ দিচ্ছে এই আলোচনা জেরুজালেমে আয়োজন করার।”
সৌজন্যে : আমরা সবাই (সমাজ ও মানব উন্নয়ন মূলক সংগঠন)
এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, “ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট আলোচনার পথ খুঁজে বের করার চেষ্টা করছেন, আমরা এজন্য কৃতজ্ঞ। আমরা তার প্রচেষ্টার জন্য কৃতজ্ঞ যাতে করে শিগিগিরই কিংবা পরে আমরা রাশিয়ার সাথে আলোচনা শুরু করতে পারি, সম্ভবত এটি জেরুজালেমে হবে।”
তিনি বলেন, “যদি সম্ভব হয়, শান্তি খুঁজে পাওয়ার এটাই সঠিক জায়গা।”
উল্লেখ্য, সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে এই অভিযান শুরু হয়। এরই মধ্যে সোমবার ২৬তম দিনে গড়িয়েছে রুশ অভিযান। বিগত ২৫ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী।