ইউক্রেনে রুশ বিমান বাহিনীর এক কমান্ডারসহ অন্তত পাঁচ সেনা নিহতের তথ্য নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় একটি আঞ্চলিক টেলিভিশন।
সিএনএনের খবরে বলা হয়েছে, রাশিয়ার আঞ্চলিক রাষ্ট্রীয় টিভি নেটওয়ার্ক জিটিআরকে কোস্ট্রোমা বৃহস্পতিবার জানিয়েছে, ইউক্রেনে যুদ্ধে কোস্ট্রোমা বিমানবাহী বাহিনীর কমান্ডারসহ অন্তত পাঁচজন রুশ সেনা সদস্য নিহত হয়েছেন।
টেলিভিশন জিটিআরকে কোস্ট্রোমা আঞ্চলিক সামরিক কমিশনের বরাতে জানিয়েছে, ইউক্রেনে বিশেষ অভিযান পরিচালনার সময় বিমান বাহিনীর কমান্ডারসহ ওই সেনারা নিহত হয়েছেন। ৩৩১তম গার্ডস এয়ারবর্ন রেজিমেন্টের সৈনিকরা রাশিয়ার সুরক্ষার জন্য তাদের জীবন দিয়েছে বলেও খবরে বলা হয়েছে।
নিহতদের মধ্যে ইউনিট কমান্ডার কর্নেল সের্গেই সুখরেভ, সিনিয়র সার্জেন্ট সের্গেই লেবেদেভ, সার্জেন্ট আলেকজান্ডার লিমোনভ, কর্পোরাল ইউরি ডেকটিয়ারেভ এবং ক্যাপ্টেন আলেক্সি নিকিতিন।
এর আগে বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইউক্রেনে চলমান যুদ্ধে শীর্ষস্থানীয় আরও এক রুশ জেনারেল নিহতের দাবি করেন।
জেলেনস্কি নিহত রুশ জেনারেলের নাম না জানালেও ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক উপদেষ্টা বলেন, ডানপন্থী আজোভ ব্যাটালিয়ন রুশ মেজর জেনারেল ওলেহ মিতিয়ায়েভকে হত্যা করা হয়েছে।
বিশ্লেষকেরা ধারণা করছেন, প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযানে নেতৃত্ব দিতে প্রায় ২০ জন জেনারেল পাঠানো হয়েছে।
আপনার মন্তব্য লিখুন