রাজধানীর শাহবাগ থানা এলাকা হতে ৩০টি চোরাই মোবাইলসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা ওয়ারী বিভাগ। গ্রেফতারকৃতরা হলো মোঃ কামাল, মোঃ মামুন ও মোঃ জালাল সিকদার।
মঙ্গলবার (১৫ মার্চ ২০২২) রাত ৭:৪৫ টায় শাহবাগ থানার গুলিস্তান এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম।
সৌজন্যে : আমরা সবাই (সমাজ ও মানব উন্নয়ন মূলক সংগঠন)
গোয়েন্দা ওয়ারী বিভাগের সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমান ডিএমপি নিউজকে জানান, কতিপয় লোক শাহবাগ থানার গুলিস্তানের গোলাপশাহ জামে মসজিদের পশ্চিম পাশে পাবলিক টয়লেটের সামনে চোরাই মোবাইল ক্রয়-বিক্রয় করছে মর্মে তথ্য পাওয়া যায়।
এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত হতে ৩০টি চোরাই মোবাইল উদ্ধার করা হয়।
এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা রুজু হয়েছে।