জাতীয় বিপ্লবী পরিষদের কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য এবং অনলাইন নিউজ পোর্টাল আরটিএনএন এর চিফ রিপোর্টার, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি আজিজুল হক পার্থ ছিনতাইকারী হাতে ছুরিকাহত হওয়ায় দুঃখ ও গভীর উদ্বেগ জানিয়েছে জাতীয় বিপ্লবী পরিষদ।
রবিবার ভোরে ধানমন্ডির ৩২ নম্বর রোড সংলগ্ন লেকের পাড়ে ছিনতিইকারীর ছুরিকাঘাতে আহত হন সংগঠনটির নেতা সাংবাদিক আজিজুল হক পার্থ।
এ ঘটনায় উদ্বেগ ও প্রতিবাদ জানিয়ে একটি যৌথ বিবৃতি দিয়েছেন জাতীয় বিপ্লবী পরিষদের সদস্য সচিব মোহাম্মদ হাসান আরিফ।
তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন। একইসঙ্গে জনগণের জান-মালের হেফাজতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর ও সজাগ থাকার আহবান জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, রাজধানী ঢাকায় ক্রমাগত ছিনতাইয়ের ঘটনা বাড়ছে। এসকল ঘটনায় পথচারীদের অর্থ-মাল ছিনিয়ে নেওয়ার পাশাপাশি হতাহতের ঘটনাও ঘটছে। যা উদ্বেগজনক।
একটি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের বরাত দিয়ে জাতীয় বিপ্লবী পরিষদের নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, ৪ মাসে রাজধানীতে শুধু ছিনতাইয়ের ঘটনায় সাতব্যক্তির প্রাণহানির ঘটনা উদ্বেগজনক এবং নিন্দনীয়। আমরা এমন ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
তবে জাতীয় বিপ্লবী পরিষদের নেতা আজিজুল হক পার্থের দুর্বৃত্তদের হাতে ছুরিকাঘাতে আহত হওয়ার ঘটনা নিছক ছিনতাইসংশ্লিষ্ট কিনা তা খতিয়ে দেখতে আহবান জানিয়েছে চব্বিশের বিপ্লবীদের নিয়ে গড়া নতুন রাজনৈতিক সংগঠনের নেতারা।
বার্তায় নেতৃবৃন্দ উল্লেখ করেন, সংঘটিত ঘটনা সত্যিই ছিনতাই নাকি পরিকল্পিত সমাজ, দেশকে অস্থির করে তোলা এবং আন্দোলনকারীদের হুমকি ও ভয় দেখাতে কোনো সংঘবদ্ধ চক্র এসব অপকর্মে জড়িত কিনা তা বের করতে হবে।
বিবৃতিতে আইনশৃঙ্খলা রক্ষা ও উন্নতিকল্পে এবং জনগণের জান-মাল রক্ষায় সংশ্লিষ্ট নিরাপত্তাবাহিনীর সদস্যদের আরও সোচ্ছার ও আন্তরিক হওয়ার আহবান জানানো হয়। একইসঙ্গে প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসার জোর দাবি জানান তারা।
বিবৃতিতে রাজধানীসহ দেশের সকল গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর টহল ও নজরদারী বৃদ্ধি করার আহবান জানায় জাতীয় বিপ্লবী পরিষদ।
আপনার মন্তব্য লিখুন