সৌজন্যে : আমরা সবাই (সমাজ ও মানব উন্নয়ন মূলক সংগঠন)
রাশিয়ার সেনা অভিযানের পর সংকটে পড়া ইউক্রেনকে সহায়তায় হাত বাড়িয়েছে ফ্রান্স। দেশটিকে জ্বালানির সাথে প্রতিরক্ষা সরঞ্জাম দেয়ার ঘোষণাও দিয়েছে প্যারিস।
এর আগে রাশিয়ার বিরুদ্ধে লড়তে ইউক্রেনকে অস্ত্র সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন এই ঘোষণা দিয়েছেন।
রোববার সকালে মরিসন বলেন, ‘অস্ট্রেলিয়া সব সময় ইউক্রেনের মানুষের অধিকার নিশ্চিত করতে তাদের পাশে থাকবে। যেভাবে তাদের সহায়তা করা যায়, অস্ট্রেলিয়া সবধরনের চেষ্টাই করবে।’
আগেই ইউক্রেনকে অতি প্রাণঘাতী নয় এমন অস্ত্র সরবরাহ করার ঘোষণা দিয়েছিলো অস্ট্রেলিয়া। এ বিষয়ে মরিসন বলেন, ‘আমরা আমাদের ন্যাটোর মিত্র দেশ বিশেষ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মাধ্যমে সেখানে প্রাণঘাতী অস্ত্রও পাঠাতে পারি।’
এছাড়া ইউক্রেনীয়দের ভিসা প্রাপ্তির বিষয়টিও সহজ করার বিষয়ে কাজ করছে অস্ট্রেলিয়া প্রশাসন, জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মরিসন।