অতীতের যেকোনও সময়ের তুলনায় ইসরায়েল এখন ‘দুর্বল’ বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি।
সিরিয়া সফররত ইরানি প্রেসিডেন্ট বলেছেন, “ফিলিস্তিন ও লেবাননের জনগণের ইসরায়েলবিরোধী প্রতিরোধ সংগ্রাম এই দখলদার সরকারকে অতীতের যেকোনও সময়ের তুলনায় দুর্বল করে ফেলেছে।”
বুধবার দামেস্কে ভাষণ দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন।
রায়িসি বলেন, ফিলিস্তিনি জনগণের ইন্তিফাদা আন্দোলন গোটা পরিস্থিতি বদলে দিয়েছে এবং ৩৩ দিনের যুদ্ধে লেবাননের হিজবুল্লাহর বিজয়ের ফলে ইসরায়েল সরকার যেকোনও সময়ের চেয়ে দুর্বল ও প্রতিরোধ যোদ্ধারা যেকোনও সময়ের তুলনায় শক্তিশালী হয়েছে।
সিরিয়ার ওপর ২০১১ সালে চাপিয়ে দেওয়া সহিংসতা ও সন্ত্রাসবাদের প্রতি ইঙ্গিত করে প্রেসিডেন্ট রায়িসি বলেন, ১২ বছর ধরে শত্রুরা সিরিয়ার ওপর তাকফিরি সন্ত্রাসবাদ চাপিয়ে দিয়েছিল। আমেরিকা, ইসরায়েল ও তাকফিরি গোষ্ঠীগুলো এই ১২ বছরে সিরিয়াকে ধ্বংস করে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করেছে। কিন্তু সিরিয়া আজ একটি শক্তিশালী দেশ হিসেবে দাঁড়িয়ে আছে।
সব ধরনের ষড়যন্ত্র পেছনে ফেলে বন্ধুপ্রতীম দেশগুলোর সহযোগিতায় সিরিয়া সামনের দিকে এগিয়ে যাবে বলে ইরানের প্রেসিডেন্ট আশা প্রকাশ করেন।
সূত্র: প্রেসটিভি
আপনার মন্তব্য লিখুন