রুশ সেনা অভিযান শুরু হওয়ার পর থেকেই থমথমে অবস্থা বিরাজ করছে ইউক্রেনের রাজধানী শহর কিয়েভে। সাড়া শব্দহীন সড়কগুলোতে টহল দিচ্ছে সামরিক বাহিনী।
এদিকে ইউক্রেনে থাকা বিদেশি নাগরিকরাও পড়ছে নানা রকম বিপদে। ইউক্রেনের রাজধানী শহরে থাকা এক পর্যটক ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে জানিয়েছেন, বিমান হামলার সরকারি সতর্কতামূল সাইরেন বাজতেই তাকে বের করে দিয়েছে হোটেল কর্তৃপক্ষ।
সৌজন্যে : আমরা সবাই (সমাজ ও মানব উন্নয়ন মূলক সংগঠন)
এরকম আরও অনেক পর্যটককে মালপত্রসহ কিয়েভের রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। অনেকে বলছেন, এই পরিস্থিতিতে তারা কোথায় যাবেন, কী করবেন, বুঝে উঠতে পারছেন না। কেউ আবার মোবাইল ফোনে নেটওয়ার্ক সংযোগ হারিয়ে ফেলার কথাও বলছেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ভবিষ্যত শঙ্কার কথা ভেবে খাবার ও প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে অনেকেই ভিড় করছেন সুপার মার্কেটগুলোতে, কেউ আবার এটিএম বুথ থেকে অর্থ তুলে নিচ্ছেন।