মাওলানা মামুনুল হকসহ সব কারাবন্দি আলেম-ওলামার নিঃশর্ত মুক্তি চেয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
মাওলানা মামুনুল হকসহ সব কারাবন্দি আলেম-ওলামার নিঃশর্ত মুক্তি চেয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
আজ রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে গণ-মতামত কেন্দ্রের আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
মান্না বলেন, ‘আওয়ামী লীগ থেকে একা একা বেরিয়ে এসেছি। কারণ মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে।’
হেফাজতের সমালোচনা করে মান্না বলেন, ‘অনেকেই শেখ হাসিনাকে বলছেন, আপনি দুইশ বছর ক্ষমতায় থাকুন কোনো সমস্যা নেই, কিন্তু ইসলামের পক্ষে থাকুন। দিনের ভোট রাতে হয়েছে, এটা কি ইসলামবিরোধী কাজ নয়? কয়দিন পর বলবেন, শেখ হাসিনা পদ্মা সেতু করেছেন, তাই তিনি হাজার বছর ক্ষমতায় থাকুন।’
নাগরিক ঐক্যের এ নেতা বলেন, ‘এ সরকারের সঙ্গে ন্যূনতম আপস করে যারা আন্দোলন করবে, তাদের সঙ্গে আমরা নাই। আপনারা শেখ হাসিনাকে কওমু জননী উপাধি দিয়েছেন। তিনি এ বিশেষণে বিষেশায়িত হতে পারেন না।’
‘নাট-বল্টু খুলেছে আমি টিভিতে দেখলাম হাত দিয়ে। বললেন রেঞ্জের কথা। কই, রেঞ্জ তো দেখালেন না’ বলেও সমালোচনা করেন আওয়ামী লীগের সাবেক এ নেতা।
এ ছাড়া সরকারের সমালোচনা করে মান্না বলেন, ‘আজকে যাকে দেবতা বলছেন, ১০ বছর পরে ধারণা পরির্তন হয়ে যাবে। আমরা আজ লড়াই করছি গণতন্ত্রের জন্য।’
উৎস : এনটিভি
Publisher & Editor H M Bayjid Bustami
Call +8809638387766 +8801991807060
eMail [email protected]
Organization by AmraSobai Foundation
Sponsor by AmraSobai Foundation
আপনার মন্তব্য লিখুন