আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের প্রস্তুতি শুরু হয়েছে। গতকাল দুপুরে ধানমন্ডির দলীয় সভানেত্রীর কার্যালয়ে অনির্ধারিত এক বৈঠকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রস্তুতি শুরু করার নির্দেশ দেন।
জাতীয় সম্মেলনের প্রস্তুতির অংশ হিসেবে বিভিন্ন উপকমিটির খসড়া তালিকা প্রণয়ন করতে দলের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে এ নির্দেশ দিয়েছেন। আগামী সপ্তাহে যে কোনো দিন দলের কার্যনির্বাহী সংসদের বৈঠক হবে।
ওই বৈঠকে সম্মেলনের চূড়ান্ত তারিখ ঘোষণা করবেন দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে কারণে সম্মেলন প্রস্তুতি কমিটি, অভ্যর্থনা, গঠনতন্ত্র, ঘোষণাপত্র, অর্থ, দফতর, প্রচার-প্রকাশনা, মঞ্চ সাজসজ্জা, শৃঙ্খলা, স্বাস্থ্য ও সাংস্কৃতিক উপকমিটির একটি করে খসড়া তৈরির নির্দেশ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
সূত্রমতে, দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ছাড়াও অনির্ধারিত বৈঠকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপদফতর সম্পাদক সায়েম খান উপস্থিত ছিলেন।
বৈঠকের উপস্থিত একাধিক নেতা জানিয়েছেন, আগামী সপ্তাহে যে কোনো সময়ে দলের কার্যনির্বাহী সংসদের বৈঠক হওয়ার আভাস দিয়েছেন দলের সাধারণ সম্পাদক। সেই বৈঠকে আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের ঘোষণা দেবেন দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন ইঙ্গিতও দিয়েছেন ওবায়দুল কাদের।
এজন্য সম্মেলন প্রস্তুতির অংশ হিসেবে অনুষ্ঠেয় কার্যনির্বাহী সংসদের বৈঠকের আগেই দলের দফতর সম্পাদক, উপদফতর সম্পাদককে সম্মেলন প্রস্তুতি কমিটি, অভ্যর্থনা, গঠনতন্ত্র, ঘোষণাপত্র, অর্থ, দফতর, প্রচার-প্রকাশনা, মঞ্চ সাজসজ্জা, শৃঙ্খলা, স্বাস্থ্য ও সাংস্কৃতিক উপকমিটির একটি প্রাথমিক খসড়া তৈরির নির্দেশ দেন তিনি।
এ প্রসঙ্গে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, অনির্ধারিত বৈঠকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সম্মেলনের প্রস্তুতি শুরু করতে নির্দেশ দিয়েছেন।
এ জন্য বিভিন্ন উপকমিটিতে গতবার কারা কারা ছিল সেসব দেখে একটি খসড়া তৈরি করার নিদের্শ দিয়েছেন। আগামী সপ্তাহের যে কোনো দিন দলের কার্যনির্বাহী সংসদের বৈঠক হবে।
বৈঠকে উপস্থিত আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমরা (নেতারা) বৈঠকে বসলে অনেক কথাই হয়। তেমনি গতকাল দলীয় সভানেত্রীর কার্যালয়ে বসেছিলাম।
বৈঠকে সমসাময়িক রাজনীতির পাশাপাশি দলের জাতীয় সম্মেলন, গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনসহ বেশ কিছু বিষয়ে আলোচনা হয়েছে। আগামী সপ্তাহে দলের কার্যনিবাহী কমিটির বৈঠক রয়েছে।
সেখানে সম্মেলনের তারিখ ঘোষণা আসতে পারে। দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব বিষয়ে সিদ্ধান্ত নেবেন। তারই ধারাবাহিকতায় এখানে আলোচনা হয়েছে।
আপনার মন্তব্য লিখুন