রাজধানীর পলাশী মোড়ে কাভার্ড ভ্যানের ধাক্কায় মো. ইয়াসিন (৩০) নামের এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটেছে। ইয়াসিনের ভগ্নিপতি মফিজ উল্লাহ জানান, ইয়াসিন একটি শিক্ষাপ্রতিষ্ঠান মাস্টার্সে পড়তেন। পাশাপাশি তিনি খণ্ডকালীন চাকরি করতেন। রাজধানীর একটি সুপার শপ প্রতিষ্ঠানের হয়ে ক্রেতাদের বাসায় পণ্য পৌঁছে দিতেন তিনি।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, বিকেল সাড়ে চারটার দিকে পলাশী মোড়ে বেপরোয়া গতির কাভার্ড ভ্যানটি পেছন থেকে বাইসাইকেল আরোহী ইয়াসিনকে ধাক্কা দেয়। এতে বাইসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। কাভার্ড ভ্যানের চালক মানিক মিয়া তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক ইয়াসিনকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে কাভার্ড ভ্যানচালক মানিক মিয়া দাবি করেন, একটি রিকশার সঙ্গে ধাক্কা খেয়ে ইয়াসিন কাভার্ড ভ্যানের সামনে এসে পড়েন। এ সময় কাভার্ড ভ্যানের ধাক্কায় তিনি আহত হন।
ঘটনাটি তদন্ত করছেন শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) কাওছার আহমেদ ভূঁইয়া। চালক মানিককে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে কাভার্ড ভ্যানটি।
ইয়াসিন রাজধানীর জিগাতলা কলোনিতে থাকতেন। তাঁর বাবা মৃত আবুল কেরামত। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে ইয়াসিন ছোট ছিলেন। তাঁর গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার চর শাহিতে।
আপনার মন্তব্য লিখুন