জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) গাঁজা সহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখা।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি)রাত আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের সামনে থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা,নগদ অর্থ,২টি মোবাইল জব্দ করা হয়।
আটককৃত তিন জন হলেন -নেত্রকোনার দুর্গাপুর উপজেলার মনসুর খান (৮৭),ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার রমজান আলী (৬০), বিশ্ববিদ্যালয় সংলগ্ন গেরুয়া গ্রামের আব্দুল আলীম(৪৮) । বর্তমানে তারা সবাই গেরুয়ায় ভাড়া বাসায় থাকেন।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার প্রধান সুদীপ্ত শাহীন বলেন, ” শিক্ষার্থীরা তিনজন বহিরাগতকে সন্দেহের ভিত্তিতে গেস্টরুমে আটকে রাখে। পরে আমরা সেখানে গিয়ে তাদের নিরাপত্তা শাখার অফিসে নিয়ে আসি। তাদেরকে আশুলিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। “
আশুলিয়া থানার উপ-পরিদর্শক ইকবাল বলেন, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মাদকসহ তিনজনকে আটক করে আমাদের কাছে সোপর্দ করেছে। মাদক আইনে দুইজনের বিরুদ্ধে আমরা মামলা করব, একজনের অতিবৃদ্ধ হওয়ায় তার বিরুদ্ধে মামলা করা হবে না।”
আপনার মন্তব্য লিখুন