ভারত অধিকৃত কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে জইশ-ই-মোহাম্মদের কমান্ডারসহ পাঁচ ‘সদস্য’ নিহত হয়েছে। কাশ্মীর পুলিশের বরাত দিয়ে রোববার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, কাশ্মীরের পুলওয়ামা ও বুদগাম জেলায় শনিবার রাতে নিরাপত্তা বাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযানের সময় বন্দুকযুদ্ধের ঘটনাটি ঘটে।
কাশ্মীরে এক বছরে বন্দুকযুদ্ধে নিহত ১৮২ কাশ্মীরে এক বছরে বন্দুকযুদ্ধে নিহত ১৮২। এক টুইট বার্তায় পুলিশ জানিয়েছে, ‘গত ১২ ঘণ্টায় দুটি বন্দুকযুদ্ধে পাকিস্তানের পৃষ্ঠপোষকতায় পরিচালিত নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইয়েবা ও জইশ-ই-মোহাম্মদের পাঁচ সন্ত্রাসী নিহত হয়েছে।
এদের মধ্যে জইশ-ই-মোহাম্মদের কমান্ডার জাহিদ ওয়ানি ও এক পাকিস্তানি সন্ত্রাসী রয়েছে। এটা আমাদের জন্য একটা বড় সাফল্য।’
সৌজন্যে : আমরা সবাই (সমাজ ও মানব উন্নয়ন মূলক সংগঠন)