বিয়ে করেছেন ছাত্রলীগের সাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন। উভয় পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হয়।
বিয়ের বিষয়টি নিশ্চিত করে কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন জানান, বৃহস্পতিবার (১৮ নভেম্বর) রাতে দুই পরিবার ঘরোয়াভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছে। বিয়ের অনুষ্ঠানে শুধু আত্মীয়-স্বজনরা উপস্থিত ছিলেন।
রেজওয়ানুল হক চৌধুরী শোভনকে বরের সাজে ও তোহফা সাদিয়া বিথিকে বধূর সাজের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
২০১৯ সালে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতির দায়িত্ব পালনকালে শোভনের বিরুদ্ধে বিয়ের গুঞ্জন উঠে। সামাজিক মাধ্যমে একজন নারীর সঙ্গে তার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে শোভনকে বিবাহিত দাবি করে ছাত্রলীগের এক অংশ। সেই সময় শোভন তা অস্বীকার করেন এবং বিয়ে করলে সবাইকে জানিয়ে করবেন বলে গণমাধ্যমকে জানান। অবশেষে সেই নারীকে বিয়ে করলেন তিনি।
২০১৮ সালের ৩১ জুলাই শোভন দুই বছর মেয়াদে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন। কিন্তু এক বছর পর নানা অভিযোগ ও অনিয়মের কারণে তাকে সরে যেতে হয়। ছাত্রলীগের সাবেক এ সভাপতি বর্তমানে বেশি সময় কাটান কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় গ্রামের বাড়িতে। তিনি এখন মনোযোগ দিয়েছেন কুড়িগ্রামের ভূরুঙ্গামারী ও নাগেশ্বরী উপজেলা নিয়ে গঠিত কুড়িগ্রাম-১ আসনের রাজনীতিতে। নিজ এলাকার মানুষের পাশে থেকে সেবা দিচ্ছেন তিনি।
সৌজন্যে : আমরা সবাই (সমাজ ও মানব উন্নয়ন মূলক সংগঠন)