ঢাকা কলেজ পরিসংখ্যান বিভাগের সদ্যবিদায়ী দুই বিভাগীয় প্রধান অধ্যাপক রিয়াজুল হাকিম বাবুল ও মোঃ মহিউদ্দিন চৌধুরীর বিদায় সংবর্ধনার আয়োজন করে পরিসংখ্যান বিভাগ।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) ঢাকা কলেজের শহীদ আনম খুরম অডিটোরিয়ামে সকাল ১১ টা নাগাদ এ সংবর্ধনা অনুষ্ঠানটির সূচনা হয়।
সৌজন্যে : আমরা সবাই (সমাজ ও মানব উন্নয়ন মূলক সংগঠন)
এসময় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রাধান অধ্যাপক শফিক নেওয়াজ তালুকদার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ অধ্যাপক আইকে সেলিমুল্লাহ খন্দকার।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ এটিএম মইনুল হোসেন ও শিক্ষক পরিষদের সম্পাদক ড. আব্দুল কুদ্দুস সিকদারসহ পরিসংখ্যান বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা।
অধ্যাপক রিয়াজুল হাকিম তার শিক্ষকতার জীবনের প্রায় পুরো সময়টাই অতিবাহিত করেছেন ঢাকা কলেজে একাধারে তিনি দীর্ঘদিন ঢাকা কলেজ ইন্টারন্যাশনাল ছাত্রাবাসের তত্বাবধায়ক ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আই কে সেলিম উল্লাহ খন্দকার বলেন, প্রিয় সহকর্মীরা যখন অবসরে যায় আমি একটি কথাই বলি এই ঢাকা কলের ১৮০ বছর ধরে তার গৌরব ঐতিহ্য ধরে রেখেছেন এই কলেজ এমন অধ্যাপকবৃন্দ। আর অধ্যাপক রিয়াজুল হাকিম আমার দীর্ঘদিন এর সহকর্মী তার সাথে অনেক স্মৃতি আজকে উনাকে নিয়ে কিছু বলবো নাহ উনি একজন শিক্ষার্থীবান্ধব শিক্ষক এই এতটুকুই বলবো।
বিশেষ অতিথির বক্তব্যে ড. আব্দুল কুদ্দুস সিকদার বলেন, কলেজের যে কোন কাজে যখনই ডাকা হয়েছে তাদের সরব উপস্থিতি আমাদের ধন্য করেছে।
এদিকে সদ্য বিদায়ী অধ্যাপক গণ কলেজের নানান স্মৃতি মনে করে অশ্রুসিক্ত চোখে বিদায়ী বক্তব্য প্রদান করেন।