আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ২০২২ আসরের সূচি ও গ্রুপিং চূড়ান্ত হয়েছে। আসরের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে আছে ইংল্যান্ড, কানাডা ও সংযুক্ত আরব আমিরাত।
২০২২ সালের ১৪ জানুয়ারি শুরু হবে যুব বিশ্বকাপের এবারের আসর। আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে ৫ ফেব্রুয়ারি। এবারের আসরের আয়োজক ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয় দ্বীপপুঞ্জের অ্যান্টিগা-বারমুডা, গায়ানা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস ও ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোসহ মোট চারটি দেশে হবে এবারের বিশ্বকাপ।
বিজ্ঞাপন
এবারের আসরে অংশ নেবে মোট ১৬টি দল। ফাইনালসহ মোট ম্যাচ হবে ৪৮টি। বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ রয়েছে ‘এ’ গ্রুপে। আসরে বাংলাদেশের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে সেন্ট কিটস অ্যান্ড নেভিসে
এক নজরে যুব বিশ্বকাপে বাংলাদেশের খেলার সূচি-
তারিখ | ম্যাচ |
১৬ জানুয়ারি ২০২২ | বাংলাদেশ বনাম ইংল্যান্ড |
২০ জানুয়ারি ২০২২ | বাংলাদেশ বনাম কানাডা |
২২ জানুয়ারি ২০২২ | বাংলাদেশ বনাম সংযুক্ত আরব আমিরাত |
আপনার মন্তব্য লিখুন