বিভিন্ন কারণে অভিনেত্রী পুনম পান্ডেকে সংবাদ শিরোনামে বারবার দেখা যাচ্ছে। এ পর্যন্ত অকপটেই কথা বলে এসেছেন তিনি। সাম্প্রতিক এক সাক্ষাতকারে সামাজিক মাধ্যমে সক্রিয় এই তারকা স্যাম বম্বের সঙ্গে বিবাহবিচ্ছেদসহ বেশ কিছু বিষয়ে কথা বলেছেন।
View this post on Instagram
শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রার পর্নো কেলেঙ্কারিতেও জড়িয়েছিল পুনমের নাম। এছাড়া তার স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনেও সংবাদ মধ্যে এসেছেন তিনি। পুনম বিবাহবিচ্ছেদ নিয়ে বলেন, আমি ভাল আছি।
View this post on Instagram
সৌজন্যে : আমরা সবাই (সমাজ ও মানব উন্নয়ন মূলক সংগঠন)
এই মুহূর্তে স্যাম বম্বেকে নিয়ে কিছু বলতে চাই না, কারণ আমি ধাক্কা সামলে উঠছি। থেরাপিস্টের কাছি যাচ্ছি। কারও সঙ্গে ডেট করছেন কীনা জানতে চাইলে তিনি বলেন, একেবারেই না।
View this post on Instagram
এখন থেকে পাঁচ বছর পর হয়ত, তবে এখন নয়। আমি এসব নিয়ে এখন ভাবছি না একেবারেই। এক পর্যায়ে তিনি বলেন, অনেকেই জিজ্ঞাসা করে আমি এই ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের ফাঁদে পড়েছি কীনা। কখনও পড়িনি।
View this post on Instagram
একবারও না। যদি এমন পরিস্থিতিতে কেউ পড়ে তবে তা দুর্ভাগ্যজনক। বলিউডে আমার কোনও গডফাদার ছিল না, এখানে খুব বেশি বন্ধুও নেই। যা করার আমারই করতে হয়। তিনি জানান, সামনে তিনি ভাল কিছু উপহার দিতে যাচ্ছেন, তবে তার আভাস দেননি তিনি।