জুনের মধ্যে গণপরিষদ নির্বাচন ও প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসের নেতৃত্বে রাষ্ট্রপতি শাসিত বিপ্লবী সরকার গঠনসহ ১১ দফা দাবি জানিয়েছে জাতীয় বিপ্লবী পরিষদ।
বুধবার জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরম খাঁ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাতীয় বিপ্লবী পরিষদের রাজনৈতিক প্রধান আনিছুর রহমান এ ডাক দেন।
সম্মেলনে উপস্থিত ছিলেন বিপ্লবী পরিষদের সদস্য সচিব হাসান আরিফ, রাজনৈতিক প্রধান আনিসুর রহমান, সহকারী সদস্য সচিব ইমামুল হক, সাংগঠনিক সম্পাদক শফিউর রহমান, যুগ্ম আহ্বায়ক রোটারিয়ান রাবেয়া আখতার প্রমুখ। এতে জুলাই-আগষ্টে ৭ জন শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত থেকে পরিষদের এসব দাবির সাথে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সহকারী সদস্য সচিব গালীব ইহসান।
সংবাদ সম্মেলনে বক্তারা দাবি জানান,অবিলম্বে জুলাই, শাপলা, পিলখানা ম্যাসাকার এ সকল শহীদ পরিবার ও আহতদের এবং বিএনপি-জামায়াত শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসন ও চিকিৎসা সুবিধা নিশ্চিত করা, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বিপ্লবী সরকার গঠন,বাহাত্তরের সংবিধান বাতিল, রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে অপসারণ ও উপদেষ্টা সরকার ভেঙে দেয়া, জুন(২০২৫) মাসে গণপরিষদ নির্বাচন দিতে হবে
এবং জানুয়ারি (২০২৬)এর মধ্যে নতুন সংবিধান প্রণয়ন,গণপরিষদে নির্বাচিত সদস্যদের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী ও মন্ত্রীপরিষদ গঠন, সেনাবাহিনীর নেতৃত্বে জাতীয় নিরাপত্তা পরিষদ গঠন করে গণহত্যাকারীদের গ্রেপ্তার এবং এই এই হত্যাকাণ্ডের বিচার আগামী এক বছরের মধ্যে করতে হবে।
আওয়ামী লীগ সহ ফ্যাসিবাদী সকল অঙ্গ সংগঠনের কার্যক্রম পূর্ণরূপে স্থগিত করতে হবে এবং বিচারিক রায়ের মাধ্যমে নিষিদ্ধ করা,ব্যবসায়ীদের নেতৃত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদ গঠন করে অর্থনীতি সচল, কালো টাকা উদ্ধার ও সিন্ডিকেট ভেঙে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য জনগণের আয়ত্তের মধ্যে রাখতে ,চতুর্থ শিল্পবিপ্লবে নিজেদের অবস্থান সুসংহত করতে, সুদক্ষ নাগরিক তৈরি,শিক্ষার গুণগত পরিবর্তন আনতে সময় উপযোগী কারিকুলাম প্রণয়নে শিক্ষা কমিশন গঠন করতে হবে।
মাস্টার্স পর্যন্ত শিক্ষা ফ্রি, উন্নত আবাসন ও সুদমুক্ত শিক্ষা ঋণ চালু করা ,এবতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণ,সকল জটিল রোগের চিকিৎসা ফ্রি করতে হবে। স্বাস্থ্যসেবাকে অন্ততপক্ষে দক্ষিণ-পূর্ব এশিয়ান মানে উন্নীত করা, ঘণ্টা প্রতি সার্বজনীন মজুরি ঘোষণা, বিনা সুদে কর্মসংস্থান ও ঋণ প্রদান, এবং শ্রমজীবীদের জন্য কলোনি ও সন্তানদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা,শক্তিশালী সামরিক বাহিনী, বিশেষ করে বিমান বাহিনীকে অত্যাধুনিক যুদ্ববিমান, হেলিকপ্টার, এয়ার ডিফেন্স দিয়ে শক্তিশালী করতে হবে।
আপনার মন্তব্য লিখুন