পাকিস্তানের জনপ্রিয় ইসলামী ব্যক্তিত্ব মাওলানা তারিক জামিল হৃদরোগে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) কানাডা সফরকালে আকস্মিক অসুস্থতায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর ছেলে ইউসুফ জামিল এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছেন।
সবার কাছে দোয়া প্রার্থনা করে টুইট বার্তায় বলা হয়, ‘আমার বাবা বর্তমানে কানাডা সফরে রয়েছেন।
হার্ট অ্যাটাকের কারণে তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে। আল্লাহর অনুগ্রহে তাঁর অবস্থা আগের চেয়ে ভালো। মহান আল্লাহ তাঁকে দ্রূত সুস্থতা দান করুন। ’
এদিকে মাওলানা তারিক জামিলের ইউটিউব চ্যানেলে জানানো হয়, স্থানীয় সময় দুপুর ৩টায় মাওলানা তারিক জামিল বুকে ব্যথা অনুভব করেন। এরপর তাঁকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি আগের চেয়ে অনেক সুস্থ ও স্বাভাবিক রয়েছেন। তবে দূর দেশে সফররত থাকায় পরিবারের সদস্যরা তাঁকে নিয়ে চিন্তিত। এ সময় বাবার দ্রুত রোগমুক্তি চেয়ে সবার কাছে চাওয়া হয়।
জানা যায়, গত সপ্তাহে আন্তর্জাতিক দাবত্য সংস্থা ইসলামিক রিলিফ কানাডা আয়োজিত একটি ইভেন্টে অংশ নিতে কানডায় যান মাওলানা তারিক জামিল। কর্মসূচী অনুসারে গত ২১ ও ২৬ ডিসেম্বর তাঁর বক্তব্য প্রদানের কথা ছিল।
মাওলানা তারিক জামিল বিশ্বব্যাপী জনপ্রিয় একজন ইসলামী ব্যক্তিত্ব। ১৯৫৩ সালের ১ অক্টোবার পাকিস্তানের পাঞ্জাবের ঐতিহ্যবাহী এক পরিবারে জন্মগ্রহণ করেন। লাহোরের সেন্ট্রাল মডেল স্কুলে প্রাথমিক পড়াশোনা করে লাহোরের সরকারি বিশ্ববিদ্যালয়ের কলেজে পড়াশোনা শুরু করেন। কিং এডওয়ার্ড মেডিকেল কলেজে প্রি-মেডিক্যাল পাঠ শেষ করে এমবিবিএস ভর্তি হন। এরপর তাবলিগ জামাতের অনুপ্র্রেরণায় মেডিক্যালের পড়াশোনা বাদ দিয়ে তিনি রাইবেন্ডের একটি মাদরাসায় ইসলামী শিক্ষা গ্রহণ করেন। অতঃপর নিজেকে ইসলাম প্রচারের পাশাপাশি সমাজসেবা ও শিক্ষা প্রসারে নিয়োজিত করেন।
মাওলানা তারিক জামিল বিশ্বের সবচেয়ে প্রভাবশালী পাঁচ শ মুসলিমের তালিকায় সবসময় শীর্ষ ৫০-এ অন্তর্ভুক্ত হন। ২০২০ ও ২০২১ সালে ধর্মীয় ক্ষেত্রে অবদানের জন্য তিনি পাকিস্তানের প্রাইড অব পারফরম্যান্স পুরস্কার পেয়েছেন।