সৌজন্যে : আমরা সবাই (সমাজ ও মানব উন্নয়ন মূলক সংগঠন)
বিয়ের পর চার দশকেরও বেশি সময় সন্তানের জন্য অপেক্ষা করেছেন এক নারী। শেষ পর্যন্ত অবশ্য তিনি মা হতে পেরেছেন। কিন্তু ততদিনে তার বয়স পেরিয়েছে ৭০ বছর। তবে এই বয়সেও সুস্থ সন্তানের জন্ম দিয়েছেন এই নারী। শুনতে অবাক লাগলেও সম্প্রতি ভারতের গুজরাটের কচ্ছ জেলায় এমনই এক ঘটনা ঘটেছে।
ভারতীয় গণমাধ্যম টাইমস নাউয়ের তথ্য অনুযায়ী, কচ্ছ জেলার রাপার তালুকা এলাকার মোরা গ্রামের বাসিন্দা জিভুবেন রাবারি ও ভালজিবাই রাবারির দাম্পত্য জীবন ৪৫ বছরের। কিন্তু দীর্ঘ দাম্পত্য জীবনে তাদের কোনো সন্তান হয়নি। এতদিন পর প্রথম পুত্র সন্তান পেয়ে তাই তাদের আনন্দের সীমা নেই। প্রথম দিকে চিকিৎসকদের জন্য ব্যাপারটি খুবই চ্যালেঞ্জের ছিল। কিন্তু জিভুবেনের দৃঢ় মনোভাবের জন্যই চিকিৎসকরা উদ্বুদ্ধ হন।
স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. নরেশ ভানুশালি বলেন, ‘আমরা প্রথমে ওষুধ দিয়ে তার মাসিক চক্রকে নিয়মিত করি। এরপর বয়সের কারণে সঙ্কুচিত জরায়ুকে চওড়া করি। পরবর্তীকে আমরা তার ডিম্বাণু নিষিক্ত করি এবং আইভিএফ পদ্ধতিতে ভ্রুণ জরায়ুতে স্থানান্তর করি’।
তিনি জানান, দুই সপ্তাহ পর চিকিৎসকরা সোনোগ্রাফি করে ভ্রূণের উন্নতি দেখে খুবই অবাক হন। এরপর থেকে চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রাখেন। পরবর্তীতে যথাসময়ে ভ্রূণের হৃদস্পন্দন শনাক্ত হয় এবং তাতে কোন ধরনের বিকৃতিও দেখা যায়নি। এভাবে দিন এগোতে থাকে।
চিকিৎসকরা জানান, মায়ের কোনো কমারবিডিটি না থাকলেও বয়সজনিত রক্তচাপের ঝুঁকি ছিল। তাই চিকিৎসকরা গর্ভাবস্থার আট মাস পর একটি সি-সেকশন করেন। বর্তমানে শিশু ও তার মা দুজনেই সম্পূর্ণ সুস্থ রয়েছেন।
এর আগে ২০১৯ সালে রাজস্থানের এক নারী আভিএফ পদ্ধতি ৭৫ বছর বয়সে সন্তানের জন্ম দেন।