বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হকসহ আটক ইসলামী নেতৃবৃন্দ ও আলেম-ওলামাদের মুক্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সংগঠনের আমির আল্লামা ইসমাঈল নূরপুরী।
গতকাল পুরানা পল্টনের দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। আল্লামা নূরপুরী আরও বলেন, প্রধানমন্ত্রীর ভারতে সফরে বাহ্যিকভাবে কোনো অর্জন দেখা যাচ্ছে না। জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। দাম নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা নিতে হবে।
সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদের পরিচালনায় উপস্থিত ছিলেন মাওলানা রেজাউল করিম জালালী, মাওলানা খুরশিদ আলম কাসেমী, মাওলানা কোরবান আলী, মাওলানা আবদুল আজিজ, মুফতি শরাফত হোসাইন, মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা এনামুল হক মুসা প্রমুখ।
আপনার মন্তব্য লিখুন