জাতীয় মসজিদ বায়তুল মোকাররম চত্বরে শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক কিরাত সম্মেলন। আগামী শুক্রবার (২৪ ডিসেম্বর) আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা)-এর উদ্যোগে ও পিএইচপি ফ্যামিলির পৃষ্ঠপোষকতায় এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
এ বছরের সম্মেলনে অংশগ্রহন করবেন মিসরের বিশ্বখ্যাত কারি শায়খ তহা নোমানি, ইরানের কারি হামেদ আলিজাদেহ, আফগানিস্তানের কারি আলি রেজা রেজায়ি ও ফিলিপাইনের প্রখ্যাত কারি নাজির আসগর। সম্মেলনে আরো উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন রাষ্ট্রের মান্যবর রাষ্ট্রদূত ও কূটনীতিকবৃন্দ।
প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত থাকবেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান একুশে পদকপ্রাপ্ত, সমাজসেবক ও শিক্ষানুরাগী, সূফী মুহাম্মাদ মিজানুর রহমান। সম্মেলনে সভাপতিত্ব করবেন আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থার (ইক্বরা) সভাপতি বিশ্ববিখ্যাত কারি শায়খ আহমাদ বিন ইউসুফ আল-আযহারী।
১৯৬৬ সাল থেকে শুরু হওয়া এই ঐতিহ্যবাহী সম্মেলনের মাধ্যমে বিশুদ্ধ কুরআন তিলাওয়াতের প্রচলন উপমহাদেশে শুরু হয়েছিল ইমামুল কুররা মাওলানা ক্বারী মুহাম্মাদ ইউসুফ (রহ.) -সহ তৎকালীন বিশ্বের সর্বশ্রেষ্ঠ ক্বারীদের হাত ধরে। ক্বারী মুহাম্মাদ ইউসুফ (রহ.) আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা)-এর প্রতিষ্ঠাতা করেন। তিনি ছিলেন মহান স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক এবং বাংলাদেশের সাবেক প্রধান ক্বারী।
সকাল ৯টায় সম্মেলনটি শুরু হবে। আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা)-এর সদস্য ও দেশের শীর্ষস্থানীয় কারি এবং মা’হাদুল ক্বিরাত বাংলাদেশ-এর দেশি-বিদেশি ছাত্ররা আসরের আগ পর্যন্ত তিলাওয়াত করবেন। আসরের পর উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে সম্মেলনের মূল পর্ব শুরু হবে।
আপনার মন্তব্য লিখুন