ইউক্রেন বেলারুশে মিসাইল ছুঁড়েছে বলে অভিযোগ করেছেন দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো।
দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বেল্টার বরাত দিয়ে রবিবার কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।
বেলারুশের প্রেসিডেন্ট বলেছেন, দেশটির সেনাবাহিনী ইউক্রেন থেকে তাদের ভূখণ্ডে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রগুলো ভূপাতিত করেছে। যদি তার ভূখণ্ড আগ্রাসনের শিকার হয় তবে তা রক্ষা করার প্রতিশ্রুতিও দেন তিনি।
এ ধরণের হামলাকে উস্কানিমূলক বলে আখ্যা দিয়েছে বেলারুশ। উপযুক্ত জবাব দেয়ার হুঁশিয়ারিও দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট।
গত সপ্তাহে বেলারুশ সীমান্ত দিয়ে ইউক্রেনে মিসাইল ছোঁড়া হয় বলে দাবি করেছিল ইউক্রেন।
সূত্র: আল-জাজিরা।
আপনার মন্তব্য লিখুন