লাতিন আমেরিকা তথা গোটা দক্ষিণ আমেরিকায় বাণিজ্যের জন্য নতুন মুদ্রা চালুর প্রস্তাব দিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা।
মঙ্গলবার লাতিন আমেরিকার ১২টি দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত এক শীর্ষ সম্মেলনে তিনি এই আহ্বান জানান।
অংশগ্রহণকারী সব দেশের পক্ষ থেকেই প্রস্তাবের পক্ষে সমর্থন ঘোষণা করা হয়েছে।
নাম না করে প্রস্তাবে ডলার বন্ধের কথা বলেন ব্রাজিলের প্রেসিডেন্ট। তিনি বলেন, “দক্ষিণ আমেরিকার ভেতর বাণিজ্যের ক্ষেত্রে আমাদের বিদেশি মুদ্রার ওপর নির্ভর করতে হয়। তার বদলে আমরা নিজেদের একটি মুদ্রা তৈরি করতে পারি।”
নতুন এই মুদ্রা কীভাবে চালু করা যায়, তা দেখতে বিভিন্ন দেশের বিভিন্ন ব্যাংককে নির্দেশ দেওয়া হয়েছে। আমেরিকার বিরুদ্ধে সদাসরব ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সম্মেলনে উপস্থিত ছিলেন।
এদিকে, কলম্বিয়ার রাষ্ট্রপ্রধান জানিয়েছেন, একটি সংঘবদ্ধ লাতিন আমেরিকা গড়ে তোলার সময় এসেছে। রাষ্ট্রগুলোর মধ্যে সমঝোতা হওয়া জরুরি। লুলার নেতৃত্বে লাতিন আমেরিকায় নতুন যে সমীকরণ লক্ষ্য করা যাচ্ছে তাতে মার্কিন যুক্তরাষ্ট্র উদ্বেগে রয়েছে।
সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট, মেহেরনিউজ, স্কাই নিউজ