পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। মঙ্গলবার পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) এ গ্রেফতারি পরোয়ানা জারি করে।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সিকান্দার সুলতান রাজাকে নিয়ে ‘অবমাননাকর’ মন্তব্যে অভিযোগে করা এ মামলায় পিটিআইয়ের সাবেক নেতা ফাওয়াদ চৌধুরীর বিরুদ্ধেও জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
নির্বাচন কমিশন ও সিইসিকে নিয়ে বক্তব্য দেওয়ায় মানহানির অভিযোগ আনা হয়েছিল পিটিআইয়ের সাবেক মহাসচিব আসাদ উমরের বিরুদ্ধেও। তবে চার সদস্যের ইসিপি বেঞ্চ ইমরান খান ও তার ঘনিষ্ঠ ফাওয়াদের বিরুদ্ধে শুধু গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। একাধিকবার তলব করা সত্ত্বেও শুনানিতে হাজির না হওয়ায় এ পরোয়ানা জারি করা হয়।
আসাদ উমরও শুনানিতে হাজির হননি। কিন্তু তার আইনজীবী উমাইমা মনসুরের অনুরোধে আসাদ উমরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেনি ইসিপি বেঞ্চ। শুনানিতে আইনজীবী যুক্তি দিয়েছেন, আসাদ উমর সচরাচর এ ধরনের আইনি প্রক্রিয়ায় অনুপস্থিত থাকেন না। তিনি শুধু গত শুনানিতেই উপস্থিত ছিলেন না।
এরপর ইসিপি বলেছে, বাকি দুই সন্দেহভাজনের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হলো। কারণ, এ মামলায় এখন শুধু অভিযোগ গঠনই বাকি আছে।
এদিকে ইমরান খান বলছেন, তার বিরুদ্ধে মোট ১৮০টি মামলা রয়েছে। এমন ‘মিথ্যা’ মামলায় তিনি এক আদালত থেকে অন্য আদালতে ছুটছেন। বিশ্বের কোনো দেশে ছয় মাসে একজনের বিরুদ্ধে ১৮০টি মামলা হয়েছে কি না, তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন তিনি।