ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে `মানহানিকর’ মন্তব্য করায় রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করে দুই বছরের সাজা দেয় গুজরাটের একটি আদালত। আর সেই রায়ের জের ধরেই বাতিল করা হয় রাহুলের সংসদ সদস্য পদ।
অনেকেই একে দেখছেন রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে।
পদ হারিয়ে বিপদে পড়া রাহুল গতকাল শুক্রবারই তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় টুইটে বলেছিলেন, দেশের জন্য তার লড়াই অব্যাহত থাকবে। তাতে যদি চড়া মূল্যও দিতে হয় তিনি পিছপা হবেন না।
আজ শনিবার ভারতের স্থানীয় সময় দুপুর একটায় সংবাদ সম্মেলন ডেকেছেন রাহুল গান্ধী।
সূত্র: এনডিটিভি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদবি নিয়ে আপত্তিকর মন্তব্যের দায়ে মানহানির মামলায় রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করেছে দেশটির গুজরাতের আদালত। বৃহস্পতিবার সুরত দায়রা আদালত ২০১৯ সালের ওই মানহানি মামলায় দোষী সাব্যস্ত করে দু’বছরের জেলের সাজা দিয়েছে। তবে আদালত তার জামিনের আবেদন মঞ্জুর করেছে।
২০১৯ সালে কর্নাটকে নির্বাচনী প্রচারে গিয়ে রাহুল প্রশ্ন তুলেছিলেন, ‘সব চোরেদের পদবি ‘মোদি’ হয় কেন?’ আইপিএল কেলেঙ্কারিতে অভিযুক্ত ললিত মোদি, ব্যাঙ্ক-ঋণ মামলায় ‘পলাতক’ নীরব মোদির সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তুলনা টেনেছিলেন তিনি।
ওই ঘটনায় রাহুলের বিরুদ্ধে ‘পদবি অবমাননার’ অভিযোগে মানহানির মামলা করেছিলেন গুজরাতে বিজেপি নেতা পূর্ণেশ মোদি। সেই মামলাতেই দোষী সাব্যস্ত হলেন রাহুল।
রাহুলের মন্তব্যের পরিপ্রেক্ষিতে অপরাধমূলক মানহানির মামলা করেন গুজরাটেরর সাবকে মন্ত্রী বিজেপি বিধায়ক পূর্ণেন্দু মোদি। মামলাকারীর অভিযোগ ছিল, পুরো মোদি সম্প্রদায়কে অপমান করেছেন রাহুল।
সূত্র : এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়া।