বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে বন্ধ হয়ে গেছে গণপরিবহন। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। দীর্ঘক্ষণ অপেক্ষা করে কোনো ধরনের গণপরিবহন না পেয়ে পায়ে হেটে অথবা বেশি ভাড়া দিয়ে গন্তব্যে যাতায়াত করছেন সাধারণ মানুষ।
রাজধানীর মিরপুর, টেকনিক্যাল, কলেজগেট, শ্যামলি, ধানমন্ডি, সাইন্সল্যাব, শাহবাগ ও প্রেসক্লাব ঘুরে দেখা যায় এ দৃশ্য।
সকাল থেকে বাসের জন্য অপেক্ষারত বসিলার বেসরকারি চাকরিজীবী শামিম মোস্তফা। তিনি বলেন, ‘সকাল ৭ টায় বাসা থেকে বের হয়েছি। এখন ৯ টা বাজে। কোনো গাড়ি নেই। সিএনজিগুলো দ্বিগুণ ভাড়া চাচ্ছে।’
রাজধানীর বিভিন্ন রিক্সা, সিএনজি ও মোটরসাইকেলই এখন মানুষের চলাচলের একমাত্র পথ। অনেকেই ভাড়া বেশি দেখে পায়ে হেঁটে যাত্রা করছেন বিভিন্ন প্রান্তে।
রাজধানীর টেকনিক্যাল মোড়ে এসে দেখা যায়, সিএনজিগুলো বিভিন্ন প্রান্তের জন্য জনপ্রতি ভাড়া চাচ্ছে। পাশাপাশি বেশিরভাগ সিএনজি ৪-৫ জন যাত্রী নিয়ে যাতায়াত করছে। এছাড়া মূল সড়কে ব্যাটারি চালিত রিকশা ও টমটমের দেখা পাওয়া গেছে।
আপনার মন্তব্য লিখুন