সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অর্থ তোলার পর কাজ না করে পালিয়ে গেছেন শতাধিক দেশি-বিদেশি ঠিকাদার। এতে স্থবির হয়ে পড়েছে চারটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের অন্তত ৬০টি প্রকল্প। প্রকল্পগুলোর বরাদ্দের টাকাও ব্যবহৃত হয়নি কাঙ্ক্ষিত কাজে। সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো বলছে, এ অনিয়মে অন্তত দেড় হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে রাষ্ট্রের।
সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, ‘তিস্তা সেচ প্রকল্পে’ ৮০০ কোটি টাকার কাজ ফেলে পালিয়েছেন ১৬ ঠিকাদার। প্রকল্পটি গ্রহণ করা হয়েছিল রংপুর, নীলফামারী, গাইবান্ধা, দিনাজপুর, জয়পুরহাট ও বগুড়ার কৃষিজমিতে সেচ সুবিধা নিশ্চিত করতে। তিনটি সেক্টরে ভাগ করা এ প্রকল্পের একটি অংশ পুরোপুরি থমকে আছে ঠিকাদারদের অনুপস্থিতিতে। বাকি দুই সেক্টরের কার্যক্রম চলমান থাকলেও সামগ্রিক অগ্রগতি বাধাগ্রস্ত হচ্ছে।
আপনার মন্তব্য লিখুন