রোববার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান ফোনালাপে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধবিরতি এবং ইউক্রেনে বেসামরিকদের জন্য আরও মানবিক পরিস্থিতি তৈরির আহ্বান জানিয়েছেন।
এরদোগান রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি, শান্তির বাস্তবায়ন এবং এই অঞ্চলে মানবিক অবস্থার উন্নতির গুরুত্ব উল্লেখ করেছেন বলে তার অফিসে বরাতে জানিয়েছে রয়টার্স।
তুরস্কের রাষ্ট্রপতির কার্যালয় রোববার টুইটারে জানিয়েছে, প্রেসিডেন্ট এরদোগান বলেছেন, তুরস্ক প্রক্রিয়াটির বিষয়ে সকল ধরনের সমর্থন দেবে।
এতে আরও বলা হয়, পুতিন ও এরদোগান ইস্তাম্বুলে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পরবর্তী দফায় শান্তি আলোচনার বিষয়ে একমত হয়েছেন।
আপনার মন্তব্য লিখুন