যুদ্ধরত রাশিয়া-ইউক্রেন তুরস্কে আলোচনায় বসতে যাচ্ছে। ইউক্রেনের আলোচক ডেভিড আরাখামিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই তথ্য জানিয়েছেন।
ডেভিড আরাখামিয়া বলেন, সোমবার তারা রাশিয়ার সঙ্গে তুরস্কে আলোচনায় বসতে যাচ্ছেন। তিন দিনব্যাপী এই আলোচনা অনুষ্ঠিত হবে। তবে তুরস্কের কোথায় আলোচনা হবে সেটা সুনির্দিষ্ট করে বলেননি তিনি।
এদিকে, দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, শান্তি চুক্তির অংশ হিসেবে একটি নিরপেক্ষ অবস্থান গ্রহণের বিষয়ে আলোচনা করতে প্রস্তুত ইউক্রেন। তবে তা গণভোটের মাধ্যমে ঠিক হতে হবে এবং তৃতীয় কোনো পক্ষের মাধ্যমে নিশ্চিত করতে হবে।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসির খবরে বলা হয়, স্বাধীন রুশ সাংবাদিকদের সঙ্গে এক সাক্ষাৎকারে জেলেনস্কি এ মন্তব্য করেন। মস্কোতে রাষ্ট্রীয় গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা থেকে এ সাক্ষাৎকার বিষয়ে সতর্ক করা হয়েছে।
এর আগে গত ১০ মার্চ রাশিয়া-ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীরা তুরস্কের আন্তালিয়া শহরে বৈঠক করেন। ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরুর পর দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে এটি ছিল প্রথম বৈঠক। কিন্তু এই বৈঠকে তেমন কোনো সাফল্য আসেনি।
আপনার মন্তব্য লিখুন