ডায়াবেটিসের মূল কারণ আবিষ্কারের দাবি করেছেন বাংলাদেশের একদল গবেষক। তারা বলছেন: মানব দেহের খাদ্যনালীর উপরের অংশে থাকা গুরুত্বপূর্ণ জারক রস বা এনজাইম আইএপি (Intenstial Alkaline Phosphatase) কমে গেলে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে।
বুধবার রাজধানীর বারডেম হাসপাতালে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। অনুষ্ঠানে গবেষণাপত্র তুলে ধরেন অধ্যাপক মধু এস মালো।
ডাযাবেটিক হবে কি না এই ঝুঁকি নির্ণয়ের এই কাজটি যুগান্তকারী হিসেবে উল্লেখ করেছে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি।
সৌজন্যে : আমরা সবাই (সমাজ ও মানব উন্নয়ন মূলক সংগঠন)
গবেষকদের দাবি: প্রাণী দেহে করা এই গবেষণা মানব দেহে প্রয়োগ করে সফল হলে আইএপি’র পরিমাণ দেখে পাঁচ বছর আর ডায়াবেটিক হবে কিনা জানা যাবে। এর জন্য মানুষের স্টুল পরীক্ষা করেই আইএপি’র (মানবদেহে) পরিমান শনাক্ত করার সম্ভব। স্টুল পরীক্ষার জন্য মাঠ পর্যায়ে তাঁর প্রস্তুতকৃত কিট দিয়ে পরীক্ষার জন্য তিনি নীতি নির্ধারক ও সরকারের কাছে সহায়তা চেয়েছেন
বিজ্ঞাপন