মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোতে যোগ দেওয়া নিয়ে রাশিয়া ফিনল্যান্ডকে বারবার সতর্ক করে আসছে। শনিবারও ফিনিশ প্রেসিডেন্টের সাথে ফোনালাপেও পুতিন বলেছেন, ফিনল্যান্ডের ন্যাটোতে যোগ দেওয়া হবে ভুল সিদ্ধান্ত। স্কাই নিউজ
তবে রাশিয়ার এমন সতর্কতায় ভীত নয় ফিনল্যান্ড। এমনটাই জানিয়েছেন দেশটির ইউরোপীয় সম্পর্ক বিষয়ক মন্ত্রী টিট্টি টুপ্পুরাইনেন। তিনি বলেন, ‘আমাদের বিরুদ্ধে নেওয়া সব নোংরা পদক্ষেপ মোকাবেলায় আমরা প্রস্তুত। তবে আমরা মোটেও আতঙ্কিত নই, আমরা ভীত নই।’
তিনি আরও বলেন, ‘আমাদের শক্তিশালী সেনাবাহিনী আছে। আমরা মাত্রই ৬০টি এফ-৩৫ বিমান কেনার সিদ্ধান্ত নিয়েছি। আমরা পুরোপুরি অস্তশস্ত্রে সজ্জিত, আমরা এই জোটের বড় সম্পদ হবো।’
আপনার মন্তব্য লিখুন