ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী নতুন করে আমেরিকার বিরুদ্ধে দুটি অভিযান চালিয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল যে বর্বর আগ্রাসন চালাচ্ছে তার প্রতি অকুন্ঠ সমর্থন দেয়ার প্রতিবাদে মার্কিন-বিরোধী এই অভিযান চালালো ইয়েমেনের সেনারা।
ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি গতকাল বুধবার এক ভিডিও বার্তায় এই অভিযানের কথা ঘোষণা করেছেন। তিনি জানান, ইয়েমেনের নিষেধাজ্ঞা অমান্য করে লোহিত সাগর দিয়ে ‘রোজা’ এবং ‘ভ্যানটেজ ড্রিম’ নামে দুটি জাহাজ ইহুদিবাদী ইসরায়েলের বন্দরের দিকে যাওয়ার সময় তাতে প্রথম হামলা চালানো হয়।
এদিকে, আরব সাগরে আমেরিকার একটি জাহাজের বিরুদ্ধে দ্বিতীয় অভিযান চালানো হয়। তবে এসব হামলায় জাহাজগুলোর কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা পরিষ্কার নয়।
গাজা-ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে ইয়েমেনের সেনারা লোহিত সাগর এলাকা দিয়ে চলাচলকারী ইসরায়েলি জাহাজের ওপর হামলা চালিয়ে আসছে। লোহিত সাগরের রুটকে নিরাপদ রাখার নামে আমেরিকা ও ব্রিটিশ বাহিনী ইয়েমেনের ওপর হামলা চালাচ্ছে।
ইয়েমেনও মাঝেমধ্যে মার্কিন এবং ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে শক্ত জবাব দিচ্ছে। এরইমধ্যে ইয়েমেনের সেনারা আমেরিকার একটি বিমানবাহী যুদ্ধজাহাজের ওপর হামলা চালিয়েছে।
সূত্র : পার্সটুডে।
ইয়েমেন উপকূলে তেলবাহী ট্যাংকারে হামলা
ইয়েমেন উপকূলে প্রজেক্টাইলের আঘাতে তেলবাহী ট্যাংকার বিধ্বস্ত হয়েছে। লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে এটা সর্বশেষ হামলা।
খবর অনুসারে, শনিবার ইয়েমেন উপকূলে একটি অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে পানামার পতাকাবাহী একটি অপরিশোধিত তেল ট্যাংকারে আগুন ধরে যায়।
ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি ফার্ম আমব্রে জানিয়েছে, লোহিত সাগরের আল-মুখা বন্দর থেকে ২৩ নটিক্যাল মাইল উত্তর-পশ্চিমে এ ঘটনা ঘটে।
ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এজেন্সিও এই ঘটনার কথা জানিয়েছে এবং বলেছে, ক্রুরা আগুন নিভিয়ে ফেলেছে।
জাহাজ ও ক্রুরা নিরাপদে আছেন বলে জানা গেছে। জাহাজটি পরবর্তী বন্দরে উদ্দেশ্যে রওনা অব্যাহত রেখেছে।
অ্যামব্রে বলেছে, ট্যাঙ্কারটি ২০১৯ সালে যুক্তরাজ্যের ইউনিয়ন মেরিটাইম লিমিটেডের অধীনে নিবন্ধিত ছিল। গত মাসে নাম ও অপারেটরসহ নিবন্ধনের বিবরণ পরিবর্তন করা হয়।
যুদ্ধ জাহাজের পাহাড়া সত্ত্বেও ভয়ে ফিরে গেল দুই মার্কিন জাহাজ
যুদ্ধ জাহাজের পাহাড়া সঙ্গে থাকা সত্ত্বেও ইয়েমেনের সশস্ত্র হুথি বিদ্রোহী গোষ্ঠীর হামলার ভয়ে লোহিত সাগরের বাব এল-মানদেব প্রণালী থেকে পিছনে ফিরে গেছে যুক্তরাষ্ট্রের পতাকাবাহী দুটি মালবাহী জাহাজ।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এডেন উপসাগর থেকে লোহিত সাগরের প্রবেশদ্বার বাব এল-মানদেব প্রণালী দিয়ে— জাহাজ দুটিকে পাহাড়া দিয়ে নিয়ে যাচ্ছিল যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি যুদ্ধ জাহাজ। এ সময় কাছাকাছি একটি জায়গায় বিস্ফোরণ হয়। আর বিস্ফোরণ দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে জাহাজগুলো পিছনে ফিরে যায়।
প্রতিবেদন থেকে আরও জানা গেছে, দুটি জাহাজই পরিচালনা করে মায়ের্স্ক-এর যুক্তরাষ্ট্রের সহযোগী প্রতিষ্ঠান। জাহাজগুলো মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, ইউএসএইড এবং অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের পণ্য পরিবহন করে থাকে।
এ ব্যাপারে মায়ের্স্ক এক বিবৃতিতে বলেছে, “সমুদ্রে চলার সময় দুটি জাহাজই কাছাকাছি জায়গায় বিস্ফোরণ দেখতে পায়। এ সময় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর যে যুদ্ধজাহাজটি মালবাহী জাহাজগুলোকে পাহাড়া দিয়ে নিয়ে যাচ্ছিল; সেটি বেশ কয়েকটি বস্তু (ক্ষেপণাস্ত্র অথবা ড্রোন) প্রতিহত করেছে। জাহাজ এবং ক্রু কেউই ক্ষতিগ্রস্ত হয়নি। নৌবাহিনীর পাহাড়ায় জাহাজগুলো আবার এডেন উপসাগরে ফিরে আসে।”
সূত্র: রয়টার্স, দ্য গার্ডিয়ান
আপনার মন্তব্য লিখুন