ফিলিস্তিনের গাজা উপত্যকার ওপর ইসরায়েলের ভয়াবহ অপরাধযজ্ঞকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইহুদিদের বিরুদ্ধে তৎকালীন জার্মান নাৎসি নেতা এডলফ হিটলারের অপরাধযজ্ঞের সঙ্গে তুলনা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা।
তিনি গাজায় ইসরায়েলি গণহত্যার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, ইসরায়েল গাজায় ভয়াবহ গণহত্যা চালাচ্ছে।
ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় অনুষ্ঠিত আফ্রিকান ইউনিয়নের শীর্ষ সম্মেলনে যোগ দিতে এসে এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন সিলভা।
তিনি বলেন, “গাজায় আজ যা হচ্ছে তাকে যুদ্ধ বলা যায় না, এটি হচ্ছে গণহত্যা।”
ব্রাজিলের প্রেসিডেন্ট বলেন, “এটি এমন কোনও যুদ্ধ নয় যেখানে সৈন্যদের বিরুদ্ধে সৈন্যরা যুদ্ধ করছে। বরং এখানে উচ্চমানের প্রশিক্ষণপ্রাপ্ত একটি সেনাবাহিনী প্রতিপক্ষের নারী ও শিশুদের বিরুদ্ধে যুদ্ধ করছে।”
লুলা দা সিলভা বলেন, “গাজায় আজ ফিলিস্তিনিদের সঙ্গে যে আচরণ করা হচ্ছে তা বিশ্বের ইতিহাসে আর কখনও কোথাও হয়নি। অবশ্য একবার হয়েছিল যখন হিটলার ইহুদিদের হত্যা করার সিদ্ধান্ত নিয়েছিলেন।”
গাজা উপত্যকায় তৎপর জাতিসংঘের ত্রাণ সংস্থা ইউএনআরডব্লিউএ-কে আর্থিক সহযোগিতা বন্ধ করে দেওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা করেন ব্রাজিলের প্রেসিডেন্ট।
ইউএনআরডব্লিউএ’র কয়েকজন কর্মী ৭ অক্টোবরের আল-আকসা তুফান অভিযানে অংশ নিয়েছিলেন বলে তেল আবিব দাবি করার পর আমেরিকাসহ বিশ্বের বহু দেশ জাতিসংঘের ওই সংস্থাকে আর্থিক সহযোগিতা বন্ধ করে দেয়। সিলভা বলেন, যে ভূখণ্ডের জনগণ বহু দশক করে নিজেদের জন্য একটি রাষ্ট্র গঠনের চেষ্টা করে আসছে তাদের জন্য মানবিক সাহায্য বন্ধ করা উচিত হবে না।
সূত্র: আল জাজিরা
ইসরায়েলি শহরে ব্যালিস্টিক মিসাইল হামলা হুথিদের
এবার ফিলিস্তিনের গাজা যুদ্ধের প্রতিক্রিয়ায় ইসরায়েলের ইলাত শহরে ব্যালিস্টিক মিসাইল হামলা চালাল ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী হুথি।
ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় লোহিত সাগরের তীরবর্তী ওই শহরে শুক্রবার হামলা চালানো হয়।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হুথি বিদ্রোহী গোষ্ঠী শুক্রবার দাবি করেছে, তারা ইসরায়েলি শহর ইলাতের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে। এছাড়া ইসরায়েল গাজায় তাদের আক্রমণ শেষ না করা পর্যন্ত তাদের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যাওয়ার হুমকিও দিয়েছে গোষ্ঠীটি।
ইসরায়েলি সামরিক বাহিনী এর আগে বলেছিল, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘অ্যারো’ শুক্রবার লোহিত সাগর এলাকায় সারফেস টু সারফেস মিসাইল আটকে দিয়েছে।
গত ৭ অক্টোবর গাজায় নির্বিচারে আগ্রাসন শুরু করে ইসরায়েল। এরপর থেকে লোহিত সাগরে গুরুত্বপূর্ণ শিপিং রুটে ইসরায়েল সংশ্লিষ্ট বিভিন্ন জাহাজে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে হুথি বিদ্রোহীরা। সাম্প্রতিক সপ্তাহগুলোতে এই হামলা আরও তীব্র হয়েছে এবং এর মধ্যেই শুক্রবার ইসরায়েলে এই হামলার ঘটনা ঘটল।
এর আগে গত বছরের ডিসেম্বরের শেষের দিকে ইসরায়েলের বন্দরনগরী ইলাতকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছিল হুথিরা। তারও আগে গত অক্টোবর মাসের শেষের দিকেও ইসরায়েলের এই শহরে ড্রোন হামলা চালানোর কথা জানিয়েছিল ইরান-সমর্থিত এই সশস্ত্র গোষ্ঠীটি। গাজা যুদ্ধের প্রতিশোধে ইসরায়েলে ওই ড্রোন হামলা চালানো হয় বলেও সেসময় দাবি করে তারা।
মূলত ইলাত শহরটি জর্ডান এবং মিশর— উভয় দেশের সীমানার কাছে লোহিত সাগরের তীরে অবস্থিত। অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে শহরটির দূরত্ব প্রায় ২০০ কিলোমিটার।
সূত্র: রয়টার্স, জেরুজালেম পোস্ট, টাইমস অব ইসরায়েল
আপনার মন্তব্য লিখুন