ইরাকে এক বছর ধরে চলা রাজনৈতিক অচলাবস্থার অবসান হলো। গত বছরের অক্টোবরে হওয়া জাতীয় নির্বাচনের পর সরকার গঠন নিয়ে অচলাবস্থার সৃষ্টি হয়।
আর এর অংশ হিসেবে দেশটি একসঙ্গে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী দুজনকেই পেল। বিবিসি জানায়, ৭৮ বছর বয়সী আবদুল লতিফ রশিদ এখন আরেক কুর্দি রাজনীতিবিদ ও প্রেসিডেন্ট বারহাম সালেহর স্থলাভিষিক্ত হবেন।
বৃহস্পতিবার প্রেসিডেন্ট নির্বাচনে দুই দফা ভোট অনুষ্ঠিত হয়। সেখানে আবদুল রশিদ পেয়েছেন ১৬০ ভোট আর বারহাম সালেহ পেয়েছেন ৯৯ ভোট। আর প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন শিয়া আল-সুদানি।
ইরাকের প্রেসিডেন্ট মূলত একটি আনুষ্ঠানিক পদ। ঐতিহ্যগতভাবে একজন কুর্দি এ পদ পেয়ে থাকেন। রাষ্ট্র ক্ষমতায় সব সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে মধ্যপ্রাচ্যের এ দেশটিতে প্রেসিডেন্ট করা হয় একজন কুর্দিকে, প্রধানমন্ত্রী হন একজন শিয়া এবং পার্লামেন্টের স্পিকার হয়ে থাকেন একজন সুন্নি।
আপনার মন্তব্য লিখুন