ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া হোক ‘শেষ আগ্রাসী’। রাশিয়াকে পরাজিত করে ভবিষ্যতের যুদ্ধ প্রতিরোধ করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
ইউক্রেনের প্রেসিডেন্ট জাপানের হিরোশিমায় জি-২০ সম্মেলনে যোগ দেন। এই সম্মেলনে যোগ দিয়ে তিনি রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা এবং ইউক্রেনের জন্য নতুন সামরিক সহায়তা অর্জন করতে সক্ষম হয়েছেন।
এক সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের বিজয় ভবিষ্যত আগ্রাসীদের প্রতিরোধ করবে। বিশ্বকে ‘যুদ্ধ থেকে পরিত্রাণ’ দিতে তিনি ১০ দফা পরিকল্পনাও পেশ করেন।
আল জাজিরার খবর অনুসারে, এই পরিকল্পনা জেলেনস্কি গত বছরের নভেম্বরে প্রথম সামনে এনেছিলেন। এতে রয়েছে, রাশিয়াকে ইউক্রেনের সমস্ত অঞ্চল ছাড়তে হবে। একইসঙ্গে পারমাণবিক, শক্তি এবং খাদ্য নিরাপত্তার গ্যারান্টি প্রদান করা।
হিরোশিমায় অনুষ্ঠিত গ্রুপ অব সেভেন (জি-২০) সম্মেলনের শেষ দিনে রবিবার সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, আমরা সম্ভাব্য অন্যান্য আগ্রাসীদের পঙ্গু করে দেব। তিনি বলেন, ‘যারা যুদ্ধ করতে চায় তারা দেখুক বিশ্ব শান্তি চায়। আর শান্তি বাস্তবায়নে বিশ্ব সম্প্রদায় কতটা দৃঢ়প্রতিজ্ঞ। সুতরাং, তারা আর যুদ্ধ শুরু করতে পারবে না।’
জেলেনস্কির জাপান সফরের পর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের জন্য ৩৭৫ মিলিয়ন সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেছেন। এতে আরও গোলাবারুদ, কামান এবং সাঁজোয়া যান অন্তর্ভুক্ত রয়েছে।
আপনার মন্তব্য লিখুন