ইহুদিবাদী ইসরায়েলের সমস্ত পরমাণু অস্ত্রের গুদাম এবং ইসরায়েলি বাহিনীর জন্য গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থানগুলোর ছবি এবং ম্যাপ তেল আবিবের কাছে পাঠিয়েছে ইরান।
একে ইসরায়েলের জন্য বিশেষ হুঁশিয়ারি বার্তা বলে মনে করা হচ্ছে। খবর-পার্সটুডের
ইরান বলেছে, তেহরানের বিরুদ্ধে কোনো রকমের আগ্রাসনমূলক তৎপরতায় সামিল হলে ইসরায়েইলের এ সমস্ত স্পর্শকাতর স্থানগুলোতে হামলা চালানো হবে। কয়েকটি ইরানি সূত্রের বরাত দিয়ে আল-জাজিরা টেলিভিশন এই খবর দিয়েছে।
এতে বলা হয়েছে, ইউরোপের একটি দেশের মাধ্যমে ইহুদিবাদী ইসরায়েলের পরমাণু অস্ত্রের গুদামের ছবি ও ম্যাপ তেল আবিবের কাছে পাঠিয়েছে তেহরান। এসব ছবির বেশিরভাগই টেরিস্ট্রিয়াল, স্যাটেলাইট এর মাধ্যমে তোলা নয়। এসব ছবি তোলার জন্য ড্রোন ব্যবহার করার চেয়ে গোয়েন্দা মাধ্যমেই সংগ্রহ করা হয়েছে বেশি।
আপনার মন্তব্য লিখুন