১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস না পালন করে গরুপ্রেমীদের ‘কাউ হাগ ডে’ অর্থাৎ গরুকে জড়িয়ে ধরার দিবস পালন করার আহ্বান জানিয়েছে ভারতের ভারতের প্রাণিকল্যাণ অধিদপ্তর অ্যানিমাল ওয়েলফেয়ার বোর্ড অফ ইন্ডিয়া।
কেন্দ্রীয় মৎস্য ও পশুপালন মন্ত্রণালয়ের নির্দেশে অধিদপ্তরের পক্ষ থেকে সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয় বলে ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতীয় সংস্কৃতির মেরুদণ্ড হলো গরু। আমাদের জীববৈচিত্র্য রক্ষা করতে, জীবনধারণে ও গ্ৰামীণ অর্থনীতির বিকাশে গরুর ভূমিকা অপরিসীম। কামধেনু যেমন একদিকে মানুষকে ধনসম্পদে ধনী করে তোলে, গোমাতার প্রকৃতি হল আমাদের লালনপালন করা।
এতে বলা হয়, পশ্চিমা সংস্কৃতির আগ্ৰাসনে আমাদের বৈদিক সভ্যতা দিন দিন বিলুপ্তির পথে এগিয়ে চলেছে। পশ্চিমা সভ্যতার চাকচিক্য আমাদের সংস্কৃতি আর ঐতিহ্যকে প্রায় ভুলিয়ে দিচ্ছে বলা যায়। গরুর থেকে অশেষ উপকার পাওয়া যায়। তাই গরুকে জড়িয়ে ধরলে শুধু ব্যক্তি নয়, গোটা সমাজই সুখী হবে। সমৃদ্ধ হবে আবেগ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তাই গোমাতার উপকারের কথা মাথায় রেখে গরুপ্রেমীদের অনুরোধ করা হচ্ছে, আগামী ১৪ ফেব্রুয়ারি ভ্যালেনটাইনস ডে-এর দিন কাউ হাগ ডে পালন করা হোক।
অ্যানিমাল ওয়েলফেয়ার বোর্ড অফ ইন্ডিয়ার সহকারী সচিব প্রাচি জৈন ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, আমরা এই নির্দেশনা জারি করার জন্য কেন্দ্রীয় মন্ত্রণালয়ের কাছ থেকে নির্দেশ পেয়েছি। এবার সময় খুবই সীমিত, যার কারণে আমরা এ বিষয়ে কোনো অনুষ্ঠান করতে পারছি না। তবে আমরা জনগণের কাছে একটি আবেদন জানিয়েছি যেন তারা এই নির্দেশনা অনুসরণ করতে পারেন।
তিনি বলেন, গুজরাট এবং অন্য রাজ্যগুলোও ১৪ ফেব্রুয়ারিকে গরু আলিঙ্গন দিবস হিসেবে পালন করবে।
আপনার মন্তব্য লিখুন