ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে চলমান সংঘাত নিয়ে মন্তব্যের জেরে ইসরায়েলের সঙ্গে সম্পর্কের চরম অবনতি হয়েছে দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার। এর জেরে দেশটিতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে কলম্বিয়া।
সম্প্রতি অবরুদ্ধ গাজা উপত্যকার ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি পোস্ট করেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। এর জেরে দক্ষিণ আমেরিকার দেশটির কাছে অস্ত্র রফতানি বন্ধের সিদ্ধান্ত নেয় ইসরায়েল।
এরপরই ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার হুমকি দেন কলম্বিয়ার প্রেসিডেন্ট। এর পরদিনই দেশটিতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত গালি দাগানকে ‘ক্ষমা চেয়ে চলে দেশটি ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেন’ কলম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী আলভারো লেইভা।
জানা গেছে, চলমান সংঘাত শুরু হওয়ার পর থেকে সোশ্যাল মিডিয়ায় গাজার ফিলিস্তিনিদের সমর্থন জানিয়ে বেশ কয়েকটি পোস্ট দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট। এর মধ্যে একটি পোস্টে গাজায় ইসরায়েলের হামলাকে ইহুদিদের ওপর নাৎসি নিপীড়নের সঙ্গে তুলনা করেন প্রেসিডেন্ট পেট্রো।
এরপর ইসরায়েল অস্ত্র রফতানি বন্ধের সিদ্ধান্ত নিলে প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো বলেন, “যদি ইসরায়েলের সঙ্গে আমাদের বৈদেশিক সম্পর্ক স্থগিত করতে হয় তবে আমরা তা স্থগিত করব। তারপরও আমরা গণহত্যা সমর্থন করি না। কলম্বিয়ার প্রেসিডেন্টকে অপমান করা যাবে না।”
পেট্রো তার বিরুদ্ধে ইসরায়েলের ‘অপমান’ এর পরিপ্রেক্ষিতে কলম্বিয়ার সঙ্গে প্রকৃত সংহতি প্রদর্শনের জন্য লাতিন আমেরিকান দেশগুলোর কাছেও আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “ইসরায়েলের জনগণের কাছে আমি…ফিলিস্তিন ও বিশ্বে শান্তি অর্জনে সাহায্য চাই। কলম্বিয়া একটি স্বাধীন, সার্বভৌম এবং ন্যায়পরায়ণ মানুষের দেশ।”
সূত্র: আনাদোলু এজেন্সি, টাইমস অব ইসরায়েল, এপি, আল আরাবিয়া, ইরনা
ফিলিস্তিনিদের প্রতি অবিচল সমর্থন ঘোষণা মালয়েশিয়া প্রধামন্ত্রীর
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ফিলিস্তিনি জনগণের প্রতি অবিচল সমর্থন প্রকাশ করেছেন। গাজায় তার দেশ খাদ্য এবং ওষুধ সরবরাহ করতে প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি।
হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়ার সঙ্গে এক টেলিফোন আলাপের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, ইসরায়েলি হামলায় গাজার অবস্থা ভয়াবহ। আমি অবিলম্বে বোমবর্ষণ বন্ধের আহ্বান জানাই। একইসঙ্গে মিশরের রাফা সীমান্তে মানবিক করিডর প্রতিষ্ঠারও আহ্বান জানাই।
সূত্র: আল জাজিরা
গাজার জন্য ১০ মিলিয়ন ডলার সহায়তার ঘোষণা জাপানের
ইসরায়েলি ট্যাংক লক্ষ্য করে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা
হিজবুল্লাহ জানিয়েছে, তারা উত্তর ইসরায়েলের কিববুৎজ এলাকা হানিতায় ইসরায়েলি ট্যাংকলক্ষ্য করে গাইডেড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা এখনও স্পষ্ট নয়।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, লেবাননের সীমান্তবর্তী শহর মেটুলায় একটি ইসরায়েলি বসতিতে গোলাগুলির খবর পেয়েছে তারা।
ইসরায়েলি সেনাবাহিনী ইসরায়েলের উত্তর সীমান্তের ২ কিলোমিটার (১.২ মাইল) এর মধ্যে কমপক্ষে ২৮টি বসতি খালি করার নির্দেশ দেওয়ার পর মেটুলাকে সামরিক অঞ্চল ঘোষণা করা হয়েছে।
বিশ্লেষকরা বলছেন, গাজার বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ এই অঞ্চলের পরিস্থিতিকে এমন পর্যায়ে নিয়ে যেতে পারে যা আগে দেখা যায়নি।
আপনার মন্তব্য লিখুন