জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে তিন সেনা সদস্য নিহত হয়েছেন। ভারতীয় সেনাবাহিনী এ খবরের সত্যতা নিশ্চিত করেছে। জম্মু ও কাশ্মীরে কুলগাম জেলায় এই ঘটনা ঘটে। ওই অঞ্চলে হ্যালান বনাঞ্চলে সন্ত্রাসীদের উপস্থিতি সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পেয়ে শুক্রবার সন্ধ্যায় এনকাউন্টার শুরু হয়।
এটি ছিল সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান। সৈন্যরা সন্ত্রাসীদের অভিযান শুরুর সঙ্গে সঙ্গে প্রচন্ড গুলিবর্ষণের মুখে পড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে তিন সেনা নিহত হয়েছেন। একটি টুইট বার্তায় ভারতের সেনাবাহিনীর ১৫ কোর জানিয়েছে, এলাকায় অভিযান এখনও চলছে।
সেনাবাহিনী আরো জানায়, ‘কুলগামের হালানের সীমান্তে সন্ত্রাসীদের উপস্থিতি সম্পর্কিত নির্দিষ্ট তথ্য হাতে পেয়ে, ৪ আগস্ট ২৩ তারিখে নিরাপত্তা বাহিনীর অভিযান শুরু করেছিল। সন্ত্রাসীদের সঙ্গে গুলি বিনিময়ে ৩ কর্মী আহত হন এবং পরে মারা যান। অভিযান অব্যাহত রয়েছে।’
এলাকাটিতে শক্তিশালী বাহিনী পাঠানো হয়েছে এবং তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে। এর আগে, এপ্রিল এবং মে মাসে পুঞ্চ এবং রাজৌরি জেলায় দুটি পৃথক আক্রমণ পাঁচজন এলিট কমান্ডোসহ ১০ জন সেনা নিহত হয়েছিল।
আপনার মন্তব্য লিখুন