শুরু হয়ে গেছে ভ্যালেন্টাইন সপ্তাহ। এরমধ্যে গতকাল গিয়েছে রোজ ডে আর আজ সারা বিশ্বজুড়ে পালন করা হচ্ছে প্রপোজ ডে। তবে আর দেরি কেন? পছন্দের মানুষকে আজকেই বলে দিন মনের কথা। মনের মত করে তাকে প্রপোজ করে ফেলুন।
একেকজনের প্রপোজ করার ধরণ হতে পারে একেকরম। আপনি কোনটি বেছে নেবেন চলুন জেনে নেওয়া যাক।
প্রপোজ করার কৌশল:
যাকে প্রপোজ করতে যাচ্ছেন তার পছন্দের বা অপছন্দের বিষয়গুলো প্রথমে মাথায় রাখতে হবে। নতুন কিছু করেও সঙ্গীকে তাক লাগিয়ে দিতে পারেন।
আলোকসজ্জা:
ফেইরি লাইট বা প্রদীপে আলো জ্বালিয়ে আলোকসজ্জা তৈরি করতে পারেন ছোট একটা জায়গাজুড়ে। এতে করে যেমন আসবে নতুনত্ব তেমনি দিনটি সারাজীবন দুজনের জন্য স্মরণীয় হয়ে থাকবে।
পোষা প্রাণীর মাধ্যমে:
অনেকের বাড়িতে এখন পোষা বিড়াল বা কুকুর থাকে। আর তারা স্বাভাবিকভাবেই প্রভুভক্ত হয়ে থাকে। আপনি একটি কার্ডে আপনার মনের কথা লিখে পাঠিয়ে দিন পছন্দের মানুষের ঠিকানায়। আপনার ওই কুকুর বা বিড়াল ঠিকই আপনার চিনিয়ে দেওয়া ব্যক্তিকে বার্তাটি পৌঁছে দেবে।
সংবাদপত্রে:
অনেকেই চায় একটু ভিন্নধর্মী উপস্থাপনা। সেক্ষেত্রে সংবাদপত্রের নির্দিষ্ট পাতায় আপনার সঙ্গীকে নিয়ে মনের কয়েকটা কথা তুলে ধরতে পারেন। একটু খরচ বেশি হলেও তা এক অন্যরকম আমেজ তৈরি করবে।
পাজল:
আপনার সঙ্গী যদি পাজল সমাধান করতে পছন্দ করে তবে আপনি প্রপোজের ক্ষেত্রেও এই উপায়ও বেছে নিতে পারেন। নিজের মনের কথা পাজলের মাধ্যমে লিখে সঙ্গীর দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিন।
মনোপলি:
মনোপলি খেলতে অনেকেই পছন্দ করে। খেলার মধ্যে দিয়ে আপনার সঙ্গীকে জানিয়ে দিন মনের বার্তা।
নতুন সকাল:
আপনার সঙ্গী যদি সকালে হাটতে পছন্দ করে তাকে হাটতে নিয়ে যান। সকালের নতুন আলোর মাধ্যমে তাকে বুঝিয়ে দিন আপনার না বলা কথা।
ম্যাগনেটাইজিং অ্যালফাবেট:
ফ্রিজে লাগানোর জন্য অনেক ধরণের ম্যাগনেটাইজিং অ্যালফাবেট বা অক্ষর কিনতে পাওয়া যায়। এই অ্যালফাবেটের সাহায্যেও আপনার মনের বার্তা লিখে জানাতে পারেন।
অবাক করে দেওয়া:
সারপ্রাইজড হতে কম বেশি সবাই পছন্দ করে। পছন্দের মানুষের জন্য একটি রিং কিনে তাকে অবাক করে দিতে পারে। আর এভাবেই আপনার ভালোবাসার কথা জানান দিতে পারেন।
ভালোবাসার মানুষকে মনের কথা জানান ঠিক আপনার মনের মতো করেই। আপনার পছন্দমত যেকোন একটি ধরণ বেছে নিতে পারেন।
আপনার মন্তব্য লিখুন