গাজায় ইসরায়েলি আগ্রাসনের সমর্থক হিসেবে পরিচিত মার্কিন রাজনীতিক চার্লি কার্কের মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শোক প্রকাশে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় বিপ্লবী পরিষদ। দলটি তারেক রহমানকে অবিলম্বে ওই শোকবার্তা প্রত্যাহার করে ফিলিস্তিন ইস্যুতে সুস্পষ্ট অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে।
শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এই আহ্বান জানানো হয়। সমাবেশটি গাজায় চলমান গণহত্যা এবং কাতারে ইসরায়েলি হামলার প্রতিবাদে আয়োজন করা হয়েছিল।
জাতীয় বিপ্লবী পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক সাইয়েদ কুতুব এবং বিপ্লবী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সদস্য সচিব ফজলুর রহমান।
সভাপতির বক্তব্যে মোহাম্মদ শামসুদ্দীন বলেন, ‘রক্ত ও স্বজন হারিয়েও ফিলিস্তিনিরা গাজা ছাড়েনি। গাজায় তারা বিজয়ী হয়েছে, কিন্তু পরাজিত হয়েছে মানবতা এবং ব্যর্থ হয়েছে জাতিসংঘ।’ তিনি মুসলিম দেশগুলোর ভূমিকার কঠোর সমালোচনা করে বলেন, যারা মুসলিম উম্মাহর ঐক্যের বিপক্ষে বিভেদ তৈরি করে, তারা জায়নবাদী শক্তির দালাল।
যুগ্ম আহ্বায়ক সাইয়েদ কুতুব বলেন, ‘ইসরায়েলের কোনো ভূমি নেই, সব ভূমি ফিলিস্তিনের। ইসরায়েল হলো আমেরিকার অবৈধ কলোনি। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা করতে হলে ইসরায়েলকে বিলুপ্ত করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ঘোষণা করতে হবে’। তিনি আরও বলেন, কাতার আমেরিকার বন্ধু রাষ্ট্র হলেও মুসলিম হওয়ায় আমেরিকা তাদের রক্ষা করেনি। তাই সব মুসলিম রাষ্ট্রকে ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
বিপ্লবী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সদস্য সচিব ফজলুর রহমান বলেন, ‘গাজায় ইতিহাসের সবচেয়ে ভয়াবহ গণহত্যা চললেও বিশ্ববিবেক নীরব। এমন পরিস্থিতিতে ফিলিস্তিনি নেতাদের নিহতের ঘটনায় তারেক রহমান কোনো প্রতিক্রিয়া না জানিয়ে গাজা গণহত্যার সমর্থনকারী চার্লি কার্কের মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন, যা আমাদের পুরো জাতির জন্য লজ্জার বিষয়। আমরা মুসলিম জাতীয়তাবাদীরা এবং দেশের সাধারণ মানুষ তার এই অবস্থানে ব্যথিত হয়েছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান হিসেবে তার কাছে এমনটা আশা করিনি।’
সমাবেশে আরও উপস্থিত ছিলেন জাতীয় বিপ্লবী পরিষদের সহকারী সদস্য সচিব আব্দুস সালাম, সদস্য ওয়াসিম আকরাম, মোহাম্মদ সাইদুল ইসলাম এবং বিপ্লবী ছাত্র পরিষদের ঢাকা মহানগর উত্তরের সদস্য এমদাদুল হকসহ অন্যান্য নেতা।
আপনার মন্তব্য লিখুন