ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের একটি শপিং সেন্টারে (বিপণী বিতান) বন্দুক হামলায় বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। খবর বিবিসি।
কোপেনহেগেনের পুলিশ প্রধান জানিয়েছেন, বেশ কয়েকজন মারা গেছে এমন খবর তারা পেয়েছেন, তবে মৃতের সংখ্যা সঠিকভাবে জানানোর মতো তথ্য এখনও তাদের হাতে নেই।
এরমধ্যে একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছে, তিনি নিজেই দশটি গুলির শব্দ শুনেছেন।
এই ঘটনায় জড়িত সন্দেহে এরইমধ্যে ২২ বছর বয়সী এক ড্যানিশ নাগরিককে আটক করেছে পুলিশ।
আশপাশের সব রাস্তা ও মেট্রো লাইন বন্ধ করে দেওয়া হয়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্সও পাঠানো হয়েছে।
সূত্র: বিবিসি
উৎস :
পিটিআই, এএনআই, এনডিটিভি।
আপনার মন্তব্য লিখুন