পাকিস্তানে যথাসময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠানে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে নিশ্চয়তা চেয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র শনিবার এ কথা জানিয়েছে।
গত শুক্রবার পিটিআই চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করে আইএমএফের একটি প্রতিনিধিদল। অর্থনৈতিক পুনরুদ্ধার কর্মসূচির অংশ হিসেবে পাকিস্তানের জন্য বাকি ৩০০ কোটি ডলার ছাড় করতে যাচ্ছে আইএমএফ।
এই ঋণসহায়তার শর্ত হিসেবে দেওয়া গুরুত্বপূর্ণ লক্ষ্যমাত্রাগুলো ও নীতির বিষয়ে পিটিআইয়ের আশ্বাস ও সমর্থন পেতে এই বৈঠক করে আইএমএফ প্রতিনিধিদল। কয়েক দিন পরই বৈশ্বিক ঋণদাতা সংস্থাটির নির্বাহী পর্ষদ এই পুনরুদ্ধার কর্মসূচি মূল্যায়ন ও অনুমোদন দিতে পারে।
তবে পিটিআই চেয়ারম্যানের সঙ্গে আইএমএফ প্রতিনিধিদলের বৈঠকের সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলো বলেছে, পাকিস্তানে চলতি বছরের অক্টোবরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সময়মতো এই নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে বৈশ্বিক ঋণদাতা সংস্থাটির কাছে সেই আশ্বাস চেয়েছেন ইমরান খান।
আপনার মন্তব্য লিখুন